বাড়ির পাশে স্টুডিও, নিয়মিত গাইছেন বাবু

ফজলুর রহমান বাবু।
 ছবি: প্রথম আলো

আরেকটি নতুন গানে কণ্ঠ দিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। শখের গান করলেও ইদানীং রীতিমতো বাধ্য হয়ে গাইতে হয় তাঁকে। এই অভিনেতা জানালেন রেকর্ডিং স্টুডিওর পাশে বাসা হওয়ায় অনেকেই গাওয়ার অনুরোধ নিয়ে আসেন। অনেক সময় সেসব আবদারের সঙ্গে জড়িয়ে থাকে মানবিক কারণ।
চলতি মাসে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন বাবু। পুরোদস্তুর গায়ক হয়ে যাচ্ছেন কি না, জানতে চাইলে হেসে ফেলেন তিনি। হাসির অর্থ বলে দেয়, গানগুলো গেয়ে তিনিও তৃপ্ত। জানালেন, তাঁকে যে গান গাইতেই হবে, তেমন নয়। অডিও কোম্পানি ও ইউটিউবে যাঁরা নিয়মিত গান প্রকাশ করেন, তাঁদের অনেকের অনুরোধে দু–একটা গান করেন। এমনও জানা গেছে, তাঁকে গাওয়ানো হবে, এমন প্রতিশ্রুতি দিয়ে অনেকে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে আগাম খরচ ও সম্মানী নিয়ে নেন। তারপর তাঁকে গাইতে অনুরোধ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এসে বলেন, ‘ভাই, আপনি গান গাইবেন, এ জন্য আগেই টাকা নিয়েছি। এখন আপনি যদি একটা গান করেন, তাহলে কিছু টাকা পাই।’

মাঝে করোনায় সংগীত ও টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে অনেকেরই টিকে থাকা কষ্টকর হয়ে উঠেছে। এ কারণে অনেকেই তাঁদের প্রিয় বাবু ভাইকে গাইতে ও অভিনয় করতে অনুরোধ করেন।
করোনায় প্রথম পাঁচ মাস ঘর থেকে বের হননি বাবু।

পরে অভিনয় শুরু করলেও ৭ থেকে ১০ দিন শুটিংয়ে অংশ নেন। তিনি জানান, করোনার মধ্যে কতিপয় নির্মাতা জানিয়েছিলেন, তিনি অভিনয় করবেন, এমন প্রতিশ্রুতি দিয়েই টেলিভিশনের কাছ থেকে কাজ এনেছেন। তিনি অভিনয় করলে কিছু টাকা পাবেন। এ রকম অনুরোধে কাজ করতে রাজি হয়েছিলেন বাবু।

মুখোশের অন্তরালে নাটকে ফজলুর রহমান বাবু

তিনি বলেন, ‘আমাকে দিয়ে যদি মানুষের একটু উপকার হয়, তাতে আমার ভালো লাগবে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করার কারণে হয়তো কিছু টাকা জমানো আছে। সে কারণে আমরা তেমন একটা সংকটে নেই। কিন্তু যাঁরা নবীন নির্মাতা, একটু একটু করে এগোচ্ছেন, তাঁরা অনেক কষ্টে ছিলেন। একটা সংকটে পড়েছিলেন।’

টেলিভিশন নাটক নির্মাণ বেড়েছে। নিয়মিত কাজ শুরু করলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব শুরু হওয়ায় কাজ কমিয়ে দিচ্ছেন বাবু। আগামী ডিসেম্বরে পাঁচটি নাটকের শুটিং বাতিল করেছেন। ফজলুর রহমান বাবু বলেন, ‘আমরা মনে করছি, করোনা নেই। কিন্তু চারপাশের অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এ জন্য সচেতন হচ্ছি। কারণ, নাটকে অনেক মানুষ থাকে। সতর্ক থাকা কঠিন। ডিসেম্বরে বাধ্য হয়ে দু-তিন দিন ধারাবাহিক নাটকের শুটিং করতে হচ্ছে। পরিস্থিতি বুঝে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’

অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু।

ফজলুর রহমান বাবু এখন একক ও ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত। স্বল্প পরিসরে নিয়মিত গান করতে চান তিনি। সম্প্রতি ‘চান্দে বসত কইরো কইন্যা’ শিরোনামে একটি গান করেছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন মিলটন খন্দকার। গানের কথা ও সুর করেছেন শিমুল সরকার।

‘সিতারা’ ছবির শুটিংয়ে রাইমা সেন ও ফজলুর রহমান বাবু।