পিঙ্ক ফ্লয়েডের অনলাইন কনসার্ট

বয়স্ক পিঙ্ক ফ্লয়েড। ছবি: এএফপি
বয়স্ক পিঙ্ক ফ্লয়েড। ছবি: এএফপি

জনপ্রিয় ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড ভক্তদের জন্য এটা স্বপ্নের মতো ব্যাপার। ইংলিশ এই গানের দল তাদের নানা কনসার্টের ভিডিও নিয়ে হাজির হচ্ছে ইউটিউবে। প্রতি শুক্রবার সন্ধ্যায় দেখা যাবে একেকটি কনসার্টের পূর্ণ ভিডিও। নিজেদের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছে দলটি।

গতকাল শুক্রবার পিঙ্ক ফ্লয়েডের নিজস্ব ইউটিউব চ্যানেলে এই ফুল কনসার্ট দেখানো শুরু হয়েছে। কাল দেখানো হয় ১৯৯৪ সালের পালস কনসার্ট। লন্ডনের ইয়ার্লস কোর্টে ডিভিশন বেল ট্যুরে এই কনসার্ট করেছিল পিঙ্ক ফ্লয়েড। দলের টুইটার পেজে লেখা হয়েছে, ‘আশা করি সবাই নিরাপদে বাড়িতেই আছেন। আপনাদের জন্য আমরা কিছু ছবি, গান ও ভিডিও পোস্ট করতে থাকব। ঘরে বসে এগুলো দেখতে আপনাদের ভালো লাগবে।’ ফেসবুক পেজে বলা হয়েছে, এত দিন ছোট ছোট ক্লিপ ইউটিউবে প্রকাশ করত দলটি। এবার চার সপ্তাহের জন্য একেকটি পুরো কনসার্ট আপলোড করা হবে। প্রতি শুক্রবার যুক্তরাজ্যের সময় বিকেল পাঁচটায় এটি দেখা যাবে।

আগামী শুক্রবার দেখা যাবে ১৯৭২ সালে ইতালির পম্পেইতে অনুষ্ঠিত কনসার্টটি। পরের শুক্রবার ১৯৭০ সালে কেকিউইডি ব্রডকাস্ট এবং শেষ শুক্রবার ৮ মে পম্পেইতে ডেভিড গিলমোরের পরিবেশনার ডিভিডি ভার্সন। পোস্টের সঙ্গে কনসার্টের একটি ভিডিও ক্লিপ আপলোড দিয়েছে ব্যান্ডটি।

তরুণ পিঙ্ক ফ্লয়েড। ছবি: টুইটার

এদিকে আরেক আইকনিক ব্যান্ড মেটালিকাও ইউটিউবে কনসার্টের ভিডিও প্রকাশ করছে। তাদের সঙ্গে আছে আরেক ব্যান্ড মানডে ব্লুজ। ইউটিউবে নিজেদের পুরোনো ও অমূল্য সব গানের ভিডিও দেওয়ার তালিকায় যুক্ত হয়েছে দ্য গ্রেটফুল ডেড, রেডিওহেড, ন্যাশনালের মতো ব্যান্ডও।