দ্য রোডস ব্যান্ডের সদস্যরা
দ্য রোডস ব্যান্ডের সদস্যরা

ধীরে চলা রক ব্যান্ড ‘দ্য রোডস’

২০১১ সালে বন্ধুদের নিয়ে দ্য রোডস গড়ে তোলেন জাকি মাহমুদ ও আপেল মাহমুদ। নানা চড়াই-উতরাই পেরিয়েছে, দল থেকে বেরিয়ে গেছেন অনেকে, এসেছেন নতুন সদস্য। বর্তমান লাইন আপে আছেন লিড ভয়েস ও গিটারে আপেল মাহমুদ, গিটারে জাকি মাহমুদ, বেজ গিটারে ব্লেজ রডরিগ্রস, ড্রামস ও পারকাশন সিরাজুল মুন্না, কি–বোর্ডে আপেল মাহমুদ লাবু।

একটা রক গানের দল করতে একটাই জিনিস দরকার। প্র–চ–ণ্ড প্যাশন। ‘দ্য রোডস’ নামে দলটির সদস্যদের প্যাশনের পারদ তুঙ্গস্পর্শী। টেলিভিশন, রেডিও, মঞ্চ সবখানে পারফর্ম করে এখন আত্মবিশ্বাসে টইটম্বুর দ্য রোডস। এবার দলটির অ্যালবাম প্রকাশের পালা। সেই প্রস্তুতি নিচ্ছে দলটি।

চলতি বছর বের হবে দ্য রোডসের প্রথম অ্যালবাম। সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে দলটি। জীবিকা ও পরিবারকে সময় দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেদের নতুন গানগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দ্য রোডসের পথিকেরা। দলের সহপ্রতিষ্ঠাতা গিটারিস্ট ও ব্যবস্থাপক জাকি মাহমুদ জানান, অ্যালবামের জন্য ৭টি গান প্রস্তুত। মেলোডি, রক, ব্লুজ, হার্ডরক এবং এক্সপেরিমেন্টাল ধাচের মিউজিক নিয়ে কাজ করছেন তাঁরা। নতুন অ্যালবামের জন্য ‘মনে পড়ে’, ‘স্মৃতির মিছিল’, ‘একদিন’, ‘ফিরে চলো বৃষ্টি’, ‘জাদুখেলা’, ‘ঢেউ’, ‘অসহায় হাসি’ শিরোনামে গানগুলো বারবার বেজে চলেছে নিজেদের ঘরে, ফোনে। কোথায় আরও একটু নিখুত করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই। এরই মধ্যে ‘মনে পড়ে’ ও ‘একদিন’ শিরোনামের দুটি গান ঈদুল ফিতরে প্রকাশিত হয়েছে।

কথা হলো দ্য রোডসের গীতিকার, সুরকার ও অন্যতম সহপ্রতিষ্ঠাতা আপেল মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘লকডাউনের আগে নিয়ম করে প্র্যাকটিস করেছি আমরা। সেপ্টেম্বর মাসে আবারও শুরু করব। আশা করছি, এ বছরের শেষের দিকে প্রথম অ্যালবামটি প্রকাশ করব আমরা। এখন যদিও ফিজিক্যাল সিডির যুগ নয়, তবু অনলাইনে গান প্রকাশের পাশাপাশি আমরা সিডিও করব।’

দ্য রোডস

দেশের বেশ কয়েকটি এফএম রেডিওতে গান করেছে দ্য রোডস। করেছে টেলিভিশনেও। শ্রোতাদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে তাদের। বৃহৎ পরিসরে নিজেদের প্রকাশ এখন সময়ের দাবি। ২০১১ সালে বন্ধুদের নিয়ে দ্য রোডস গড়ে তোলেন জাকি মাহমুদ ও আপেল মাহমুদ। নানা চড়াই–উতরাই পেরিয়েছে, দল থেকে বেরিয়ে গেছেন অনেকে, এসেছেন নতুন সদস্য। প্রতিষ্ঠাকালীন দুই সদস্য জাকি ও আপেল মাহমুদ হাল ছাড়েননি। বর্তমানে দলের লাইন আপে আছেন পাঁচজন। লিড ভয়েস ও গিটারে আপেল মাহমুদ, গিটারে জাকি মাহমুদ, বেজ গিটারে ব্লেজ রডরিগ্রস, ড্রামস ও পারকাশন সিরাজুল মুন্না, কি–বোর্ডে আপেল মাহমুদ লাবু। জাকি মাহমুদ বলেন, ‘রক গানের জনপ্রিয়তা কখনোই কমবে না। তাই নিজেদের প্যাশনের প্রতি আস্থা রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী।’

দ্য রোডসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দলটির গানগুলো শুনে নেওয়া যাবে। বাংলা রক সংগীতে সামান্য অবদান রাখতে পারলেও ধন্য হবে দ্য রোডস। তাই আপাতত প্রচণ্ড গতি নয়, ধীরে চলার পরিকল্পনা করেছে দলটি।