ভারতের বাংলা ও হিন্দি গানের বরেণ্য সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। গতকাল শনিবার সকালে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। এই শিল্পীর বয়সের কারণে তাঁর চিকিৎসার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাঁর পরবর্তী চিকিৎসার জন্য আজ রোববার পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। তবে এই শিল্পীর শারীরিক অবস্থাকে চিকিৎসকেরা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিজেন মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে বয়সের কারণেই কোনো ঝুঁকি নিতে চান না চিকিৎসকেরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিজেন মুখোপাধ্যায়ের বয়স ৯১ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। গত আগস্টে বার্ধক্যজনিত সমস্যার কারণে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়কে ২০১০ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করা হয়। ২০১১ সালে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা দেওয়া হয়।