ডায়াপার বদলাতে বেশ লাগছে জায়ান মালিকের

মা–বাবা হয়েছেন ব্রিটিশ পপতারকা জায়ান মালিক ও মার্কিন মডেল জিজি হাদিদ। গত বছরের সেপ্টেম্বর মাসে জন্মেছে তাঁদের প্রথম মেয়ে খাই। সন্তানের মা–বাবা হওয়ার অভিজ্ঞতার কথা সম্প্রতি তাঁরা জানিয়েছেন একটি বিনোদন পোর্টালকে।

জায়ান ও জিজি
ইনস্টাগ্রাম

জায়ান জানিয়েছেন, বাবা হওয়া তাঁর জীবনের অন্যতম সেরা ঘটনার একটি। তিনি বলেন, ‘আমাদের পিচ্চিটা অনেক লক্ষ্মী। সে ঠিকমতো খায় এবং ঘুমায়। একটুও যন্ত্রণা করে না। ও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে। ও আমাদের জীবনের একটা বিস্ময়।’

বাবা হওয়া নাকি কঠিন কিছু নয়। সে কথা জানিয়ে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক এই ভোকাল আরও বলেন, ‘আমি ইদানীং প্রচুর কার্টুন দেখছি। বাচ্চাদের অনুষ্ঠান দেখছি। ওকে গান শোনাচ্ছি। মজার কথা হচ্ছে, আমি গাইতে শুরু করলে খাই আরও চুপ হয়ে যায়। মন দিয়ে আমার গান শোনে। আমি নিশ্চিত, আমার গান ওর ভালো লাগে। আমারও ওকে গান শোনাতে বেশ লাগে।’

জায়ান মালিক
ইনস্টাগ্রাম

সন্তানের দায়িত্ব দুজন ভাগাভাগি করে পালন করছেন জায়ান ও জিজি। বরং বাবা জায়ানের ভাগেই পড়ে বেশি কাজ! কাজে ফিরে পুরোদস্তুর ব্যস্ত হয়ে পড়েছেন জিজি, লাগাতার করতে হচ্ছে ফটোশুট। আর জায়ান এখনো আছেন লকডাউন মুডে। তিনি বলেন, ‘আমরা দুজনই তরুণ। জিজির ক্যারিয়ারের সেরা সময় যাচ্ছে এখন। তাই সময়মতো বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ডায়াপার বদলানো আমিই করি। জিজিকে চাপ নিতে দিই না। সে মন দিয়ে কাজ করতে পারে। সত্যি বলতে কী, ডায়াপার বদলাতে আমার ভালোই লাগে।’

জায়ান ও জিজি

বিশ্ব সংগীতের বড় তারকা জায়ান শ্রোতাদের উপহার দিয়েছেন ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরেভার’, ‘ফিঙ্গারস’, ‘ফ্লেমস’-এর মতো সুপারহিট বেশ কিছু গান। জিজির সঙ্গে পাঁচ বছরের প্রেম তাঁর। শুরুতে লুকোচুরি খেললেও জিজির ওয়ালপেপারে জায়ানের ছবি একদিন ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য দুজনই প্রেমের কথা স্বীকার করেছিলেন। ২০১৮ সালে ঘোষণা দিয়ে তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। তারপর ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগে তাঁদের।

মেয়ে খাই বাবা জায়ানের আঙ্গুল ধরে আছে