২৮ জুন ২০২২। আজ ৮২ বছরে দেশের প্রথিতযশা সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। পল্লিগীতির সম্রাটখ্যাত আব্বাসউদ্দীনকন্যার সংগীতের সঙ্গে বসবাস খুব ছোটবেলা থেকে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ঘর থেকে খুব একটা বের হন না তিনি। বাংলাদেশ টেলিভিশনের ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের কয়েকটি পর্বের শুটিং করেছেন শুধু। জন্মদিনে একনজরে ঘুরে আসা যাক বরেণ্য সংগীতশিল্পীর পরিবার ও জীবনের নানা সময় থেকে...