এক কেজি চালের দরে ১ গিগাবাইট ডেটা চান শিল্পী সন্দীপন। ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদার অংশ বলে মনে করেন তিনি। কনসার্ট থেকে আয় করার বদলে শিল্পীরা এখন ইন্টারনেটে গান করে আয় করতে চেষ্টা করবেন। পড়াশোনা ও গান শোনার জন্য কম দামে ডেটা কিনতে হবে গ্রামগঞ্জের শ্রোতাদেরও।
বিভিন্ন অঞ্চলের লোকগান করে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন কণ্ঠশিল্পী সন্দীপন। লোকগানের মতো সাধারণ ছিল তাঁর জীবন। ইন্টারনেট প্ল্যাটফর্মে গান করা বা গানের বাজার নিয়ে কখনো ভাবতে হয়নি তাঁকে। এই মহামারিতে এসব নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। সন্দীপন মনে করেন, শ্রোতাদের কাছে পৌঁছাতে এখন ইন্টারনেট একমাত্র ভরসা। ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন এই শিল্পী। এ ছাড়া ঢাকার বাড়িভাড়া কমানোর ব্যাপারে উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেন, ‘বহু মানুষকে দেখছি বাড়ি ছেড়ে শহরের বাইরে চলে যাচ্ছে। সরকার যদি এই করোনার সময়ে শহরের বাড়িভাড়া ৫০ ভাগ কমানোর উদ্যোগ নেয়, তাহলে বাড়িওয়ালা ও ভাড়াটে দুপক্ষই স্বস্তি পাবে।’
২০০০ সাল থেকে রাজধানীতে শুরু হয় সন্দীপনের গানের ক্যারিয়ার। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে ২০০৪ সালে ইত্যাদির মঞ্চে তাঁর গাওয়া লোকগানের ফিউশন দারুণ জনপ্রিয়তা পায়। পরে ২০০৭ সালে নতুন সংগীতায়োজনে শচীন দেববর্মন ও রাহুল দেববর্মনদের গানের অ্যালবাম করে বিপুল পরিচিতি ও সমাদর পান তিনি। সম্প্রতি তাঁর গাওয়া দুটি গানের ভিডিও তৈরি হয়েছে। শিগগির প্রকাশিত হবে দেলোয়ার আরজুদা শরফের লেখা ও অভি আকাশের সুরে ‘অন্তর থেকে বাইরে’ এবং দেওয়ান লালন আহমেদ বাপ্পীর লেখা ও রাজীব হোসেনের সুরে ‘বন্ধু আমার মনের মুনি’ গান দুটি।
করোনায় ঘরে বসে দিন যাপন করছেন এই শিল্পী। ইতিমধ্যে পড়ে ফেলেছেন নতুন-পুরোনো বেশ কিছু বই। সেগুলোর মধ্যে রয়েছে সুধীর চক্রবর্তীর ‘বাউল ফকির কথা’, হরিশংকর জলদাসের ‘দহনকাল’, অজয় চক্রবর্তীর ‘শ্রুতিনন্দন’। তিনি বলেন, ‘দমচর্চা, গান ও শরীরচর্চা করে সময় কাটাচ্ছি। মাঝে একটি টিভি অনুষ্ঠান ও রেকর্ডিং স্টুডিওতে যেতে হয়েছিল, কারণ গানই আমার একমাত্র পেশা। তবে ভয় হয় ৭৮ বছর বয়সী মাকে নিয়ে।’
আজ ঘরে বসে হাসন রাজার গান শোনাবেন সন্দীপন। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে গাইবেন তিনি। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান।
করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। সন্দীপন আজ শোনাবেন ‘হাসন রাজায় কয় আমি কিছু নয়’, ‘লোকে বলে বলে রে’, ‘বাউলা কে বানাইলো রে’, ‘নিশা লাগিল রে’, ‘রূপ দেখিলাম রে নয়নে’ গানগুলো। তিনি বলেন, ‘এই লোকগানগুলোই আমাদের বাংলা গানের প্রাণ। লালনের পর আমাদের এই ভূখণ্ডে গুরুত্বপূর্ণ কোনো দার্শনিক থাকলে তিনি হাসন রাজা, যাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরও ভীষণ গুরুত্ব দিতেন।’
‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশি, অপু আমান, স্বরলিপি, আশিকুজ্জামান টুলু, রোদিয়া, আশিক, মেহেদী হাসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।