আগামী বছরে অনুষ্ঠেয় গ্র্যামি অ্যাওয়ার্ডে মূল চারটি শাখাতেই মনোনীত হয়েছেন মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রড্রিগো। ‘ড্রাইভার্স লাইসেন্স’ গানের জন্য সেরা অ্যালবাম, সেরা নতুন শিল্পী, বর্ষসেরা রেকর্ড ও বর্ষসেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছেন ১৮ বছর বয়সী এই শিল্পী।
সেরা নতুন শিল্পী বিভাগ বাদে অন্য ৩টি বিভাগে তাঁকে লড়তে হবে বিলি আইলিশ ও লি নাজ এক্স-এর সঙ্গে। এ ছাড়া গ্র্যামিতে বর্ষসেরা রেকর্ড বিভাগে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছে অ্যাবা। গত সেপ্টেম্বরে ‘আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ’ গানটি দিয়ে আবার ফিরে আসে এক সময়ের সাড়া জাগানো এই সুইডিশ ব্যান্ড।
বর্ষসেরা অ্যালবাম বিভাগে টানা দ্বিতীয়বার মনোনীত হলেন টেলর সুইফট, তাঁর ‘এভারমোর’ অ্যালবামের জন্য এই মনোনয়ন। এ বছরের শুরুতে ‘ফোকলোর’ অ্যালবাম দিয়ে তিনি এই পুরস্কার ঘরে তুলেছিলেন।
এড শিরানের ‘ব্যাড হ্যাবিটস’ বর্ষসেরা গান বিভাগে মনোনীত হয়েছে। সেরা নতুন শিল্পী বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন আর্লো পার্কস ও গ্লাস এনিমলস। ‘হায়ার পাওয়ার’ দিয়ে গ্র্যামিতে ৩৬তমবার মনোনয়ন পেল কোল্ড প্লে। সেরা পপ গ্রুপ পারফরম্যান্সে আছে তারা।
১১টি মনোনয়ন পেয়ে সবার শীর্ষে আছেন জ্যাজ কিবোর্ডিস্ট জন বেটিস। মনোনয়নের তালিকায় তাঁর ইলেকট্রিক একক অ্যালবাম ‘উই আর’ এবং পিক্সার প্রযোজিত ছবি ‘সোল’-এর সংগীতও আছে।
জাস্টিন বিবার, ডোজা ক্যাট ও হার আটটি করে মনোনয়ন পেয়েছেন। বিলি আইলিশ ও অলিভিয়া রড্রিগো পেয়েছেন সাতটি করে মনোনয়ন।
কোরীয় জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস বিশ্ব মাতালেও, মূল চারটি বিভাগে জায়গা করতে পারেনি। কেবল পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে ‘বাটার’-এর জন্য একটি মনোনয়ন পেয়েছে তারা।
এ বছর জেজি মনোনীত হয়ে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সংগীত প্রযোজক কুইন্সি জোনসের সঙ্গে ৮০টি মনোনয়ন পেয়ে জুটি বেঁধেছিলেন। এবার ডিএমএক্স ও কানিয়ে ওয়েস্টের সঙ্গে দুটি র্যাপ গানে যুক্ত হয়ে কাজ করেন। ওই দুটিসহ আরও একটি মনোনয়ন পেয়েছেন জেজি।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি জাদুঘরে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। প্রায় ২২ হাজার গান ও অ্যালবাম জমা পড়ে। এবার মূল চারটি বিভাগে সংক্ষিপ্ত তালিকায় ৮ থেকে ১০টি পর্যন্ত মনোনয়ন দিতে হয়।
সেরা চারটি ক্যাটাগরিতে কারা মনোনয়ন পেলেন
অ্যালবাম অব দ্য ইয়ার
উই আর—জন বেটিস
লাভ ফর সেল—টনি বেনেট ও লেডি গাগা
জাস্টিস—জাস্টিন বিবার
প্লানেট হার—ডোজা ক্যাট
হ্যাপিয়ার দ্যান এভার—বিলি আইলিশ
ব্যাক অব মাই মাইন্ড—হার
মন্টেরো—লি নাজ এক্স
সোর—অলিভিয়া রড্রিগো
এভারমোর—টেলর সুইফট
ডন্ডা—কানিয়ে ওয়েস্ট
সং অব দ্য ইয়ার
ব্যাড হ্যাবিটস—এড শিরান
আ বিউটিফুল নয়েজ—অ্যালিসিয়া কিস অ্যান্ড ব্রান্ডি কারলাইল
ড্রাইভার্স লাইসেন্স—অলিভিয়া রড্রিগো
ফাইট ফর ইউ—হার
হ্যাপিয়ার দ্যান এভার—বিলি আইলিশ
কিস মি মোর—ডোজা ক্যাট ফিচারিং সেজা
মন্টেরো (কল মি বাই ইওর নেম)—লি নাজ এক্স
পিসেস—জাস্টিন বিবার ফিচারিং ড্যানিয়েল সিজার অ্যান্ড গিভিয়ন
লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক
রাইট অন দ্য টাইম—ব্র্যান্ডি কারলাইল
রেকর্ড অব দ্য ইয়ার
আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ—অ্যাবা
ফ্রিডম—জন বেটিস
আই গেট আ কিক আউট অব ইউ—টনি বেনেট অ্যান্ড লেডি গাগা
পিসেস—জাস্টিন বিবার ফিচারিং ড্যানিয়েল সিজার অ্যান্ড গিভিয়ন
রাইট অন টাইম—ব্র্যান্ডি কারলাইল
কিস মি মোর—ডোজা ক্যাট ফিচারিং সেজা
হ্যাপিয়ার দ্যান এভার—বিলি আইলিশ
মন্টেরো (কল মি বাই ইওর নেম)—লি নাজ এক্স
ড্রাইভার্স লাইসেন্স—অলিভিয়া রড্রিগো
লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক
বেস্ট নিউ আর্টিস্ট
আরুজ আফতাব
জিমি অ্যালেন
বেবি কিম
ফিনিয়াস
গ্লাস এনিমলস
জাপানিজ ব্রেকফাস্ট
দ্য কিড লারই
অ্যার্লো পার্কস
অলিভিয়া রড্রিগো
সুইটি