গান নিয়ে ফিরব, একক বা ব্যান্ড বলে কিছু নেই

হাসান। ছবি : প্রথম আলো
হাসান। ছবি : প্রথম আলো
নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। বেশ কিছুদিন ধরে সেই অর্থে তিনি নেই সংগীতাঙ্গনে। গতকাল ছিল তাঁর জন্মদিন। জানালেন, নতুন করে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জন্মদিনে কথা হয় তাঁর সঙ্গে।
প্রশ্ন

শুভ জন্মদিন। কেমন আছেন? কীভাবে কাটাবেন আজ (সোমবার) দিনটা?

ধন্যবাদ। ভালোই আছি। মহামারির ভেতর জন্মদিন উদ্‌যাপন করা হবে না। স্বাভাবিক দিনের মতোই কাটছে।

প্রশ্ন

বেশির ভাগ সময় কীভাবে কাটান এখন?

আর সব মিউজিশিয়ানের মতোই এখন ঘরবন্দী কাটাতে হচ্ছে। কাজের তেমন গতি নেই। এমনিতে বাসায় বসে যা করা যায়, সেসব করছি।

প্রশ্ন

নতুন গান করছেন?

প্রস্তুতি চলছে।

উইন্ড অব চেঞ্জ–এ গান করছেন হাসান। ছবি : সংগৃহীত
প্রশ্ন

ইউটিউবে আপনার এত গান, অথচ আপনি নেই কেন? এখানে সরব হবেন না?

দেখি, এখনো কিছু ভাবিনি। নতুন উদ্যমে, নতুন করে মঞ্চে, সংগীতাঙ্গনে ফেরার পরিকল্পনা আছে।

প্রশ্ন

আপনার কি সেসব দিনের কথা মনে পড়ে, যখন আপনি ভীষণ জনপ্রিয় ছিলেন, আপনাদের প্রচুর অ্যালবাম বিক্রি হতো, অনেক তরুণ আপনার স্বর নকল করে গাইতেন?

শুধু আমি কেন, নব্বইয়ের ওই সময় সব মিউজিশিয়ানের জন্য ছিল শ্রেষ্ঠ সময়। সময়টা সবাই মিস করি। ওই দিন হয়তো আর ফিরবে না।

১৯৯৫ সালে আর্ক (বাঁ দিক থেকে) পঞ্চম, শিশির, রেজওয়ান, আশিকুজ্জামান টুলু, শামিম এবং হাসান। ছবি: সংগৃহীত
প্রশ্ন

সংগীতজীবনের সাফল্যের জন্য যদি কাউকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে হয়, কার কথা বলবেন?

আমরা ওয়েস্টার্ন মিউজিক শুনে গানবাজনা শুরু করেছিলাম। বাংলায় ব্যান্ডের তেমন কিছু ছিল না। আমাদের সামনে ছিল মাইকেল জ্যাকসন। কৃতজ্ঞতা জানালে বিদেশি ওই শিল্পীদেরকেই জানাতে হয়। তাঁরাই আমাদের ব্যান্ডের গান করার অনুপ্রেরণা জুগিয়েছেন।

প্রশ্ন

আপনাদের ব্যান্ড আর্কের অবস্থা কী? আপনি ফিরবেন বলছেন, একক শিল্পী হিসেবে, নাকি দল আর্ককে নিয়ে?

আর্ক আছে, আর্ক থাকবে আজীবন। আমি ফিরব গান নিয়ে, একক বা ব্যান্ড বলে কিছু নেই।