কিশোর কুমারকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি

জন্মদিনে টালিগঞ্জে কিশোর কুমারের ভাস্কর্যে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: ভাস্কর মুখার্জি
জন্মদিনে টালিগঞ্জে কিশোর কুমারের ভাস্কর্যে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: ভাস্কর মুখার্জি

কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের ৯০তম জন্মবার্ষকী পশ্চিমবঙ্গজুড়ে পালিত হলো গতকাল রোববার। ১৯২৯ সালের ৪ আগস্ট জন্মেছিলেন তিনি। দিনটি সাড়ম্বরে পালন করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠান আয়োজন করে। জন্মদিনে কিশোর কুমারকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করেছেন কিশোরভক্তরা।

কিশোর কুমারকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সাবেক স্ত্রী অভিনেত্রী লীনা চন্দ্রভারকর। ছবি: ভাস্কর মুখার্জি

গতকাল সকালে কলকাতার ছবিপাড়া টালিগঞ্জে কিশোর কুমারের ভাস্কর্যে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে দিনটির সূচনা করা হয়। ফুল আর মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় কিংবদন্তি এই শিল্পীকে। শ্রদ্ধা জানান টালিগঞ্জের শিল্পীসহ কলকাতার বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিল্পী গৌতম ঘোষ, শান্তনু বসু, অভিনেতা ভরত কল প্রমুখ। এখানে টালিগঞ্জের শিল্পীরা শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিশোর কুমারের গান করেন।

হাওড়ায় জেলা সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চ ও কিশোর কুমার ফ্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয় এই শিল্পীকে। হাওড়ার শিবপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয় কিশোর কণ্ঠের প্রতিযোগিতা। এখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নির্মল মাজি ও প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য আর বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন।

কিশোর কুমারকে নিয়ে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অমিত কুমার। ছবি: ভাস্কর মুখার্জি

এই অনুষ্ঠানে কিশোর কুমারকে অবিলম্বে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ক্রিকেট তারকা লক্ষ্মীরতন শুক্লা। তিনি রাজ্য বিধানসভায় এ ব্যাপারে দাবি তোলার প্রতিশ্রুতি দেন। বললেন, ‘যত দিন পর্যন্ত কিশোর কুমারকে ভারতরত্নœদেওয়া না হয়, তত দিন পর্যন্ত আমরা এই দাবি অব্যাহত রাখব।’

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অমিত কুমার ফ্যানস ক্লাব আয়োজন করে ‘তোমায় পড়েছে মনে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন কিশোর কুমারের দুই ছেলে অমিত কুমার ও সুমিত কুমার। অনুষ্ঠানে গান গেয়েছেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, লগ্নজিতা, সুরজিৎ চট্টোপাধ্যায়, অমিত কুমার প্রমুখ। অনুষ্ঠানে কিশোর কুমারকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সাবেক স্ত্রী অভিনেত্রী লীনা চন্দ্রভারকর।