চীনে শুরু হওয়া করোনাভাইরাস পৃথিবীর বেশির ভাগ দেশে হানা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে সংক্রমিত দেশের মানুষের। করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশের মানুষও ভীষণ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। করোনার ছোবলে মৃতের সংখ্যা কিছু দেশে বাড়ছে পাল্লা দিয়ে। বিশেষজ্ঞ চিকিৎসক থেকে বিভিন্ন সংস্থা সচেতনতামূলক পরামর্শ দিয়ে চলছেন। করোনা সম্পর্কে সবাইকে সচেতন করতে দেশের পপ গায়িকা মিলা একটি পালাগান তৈরি করেছেন। মিলা তাঁর এই গানের মাধ্যমে সবার মধ্যে সচেতনতার বাণী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে প্রথম আলোকে জানান।
‘করোনা সতর্কবার্তা’ শিরোনামের এই পালাগানের কথা লিখেছেন মিলা, ছোট বোন মিশা ও তাঁর স্বামী আরিফিন মিলে। গানের সুরও তাঁদের করা। গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে গানটি আপলোডও করেছেন মিলা। গানের পাশাপাশি মিলা সচেতনতামূলক কথাও বলেছেন।
মিলা জানান, পালাগান এর আগে কখনো তৈরি করেননি। বর্তমান সময়টা এমন, সবাই যেভাবে আতঙ্কে দিন পার করছেন, একজন শিল্পী হিসেবে গানে, কথায় ও সুরে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে এটি তৈরি করা। সহজ কথা ও সুরে আমরা পালাগানটি তৈরির চেষ্টা করেছি। সবাই যেন খুব সহজে গানের সঙ্গে কানেক্ট করতে পারেন।’
বেশ কিছুদিন ধরেই মিলা তাঁর জীবনে নানা সংকটে চলছে। মামলার কারণে তাঁকে একাধিকবার আদালতে পর্যন্ত হাজির হতে হয়েছে। ব্যক্তিগত জীবনের এসব সংকটে গানে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন পপ গানের জনপ্রিয় এই শিল্পী। নতুন ধরনের কোনো গানেও দেখা যায়নি তাঁকে। তবে করোনার সময়টাতে শুধু ঘরে বসে থাকতে পারেননি। সবাইকে সচেতন করতে তৈরি করেছেন এই পালাগান। মিলা বলেন, ‘করোনার পরিণতি কোন দিকে যাচ্ছে, তা আমরা কেউ বলতে পারছি না। কার মধ্যে করোনাভাইরাস আছে, তা–ও বোঝা সম্ভব নয়। তাই আমরা সবাই মিলে সচেতন হব। করোনাভাইরাস প্রতিরোধে যা কিছু করণীয়, তা অবশ্যই মেনে চলব। দেশ, জাতি ও পৃথিবীর জন্য এসব আমাদের মেনে চলতেই হবে।’
মিলা আরও বলেন, ‘শুধু নিজেকে নিয়ে সতর্ক থাকলে চলবে না, আশপাশের সবাইকে ভাবতে হবে। সবাইকে সচেতন করতে হবে। আমি যেহেতু একজন শিল্পী, তাই গানে গানে সচেতনতা তৈরি করে যাওয়াটাই আমার কাজ।’