যুগে যুগে যখনই মানুষ বড় দুর্যোগের সম্মুখীন হয়েছে সৃজনশীল মানুষেরা শিল্প, সাহিত্য, গান, সুর ও কবিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলার লড়াইয়ে শামিল হয়েছেন।
মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়েছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে দেশবাসীকে সচেতন করতে কাজ করছেন কুদ্দুস বয়াতি। গানের মাধ্যমে জনগণকে সচেতন করতে কাজ করছেন তিনি।
কুদ্দুস বয়াতির গান:
জাইনা চলেন, মাইনা চলেন
জাইনা চলেন, মাইনা চলেন
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে,
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
সাবান পানি দিয়ে দুই হাত ধোবেন নিয়মিত
বিশ সেকেন্ড সময় নিয়ে হাত যে ধুয়ে নিব।
নিয়ম মেনে চলব সবাই রাখব কথা মনে
চোখে নাকে মুখে হাত দেব না অকারণে।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
হাঁচি-কাশি দিবার সময় মনে রাখি সবে
নাকেমুখে কনুই দিয়ে ঢাইকা রাখতে হবে।
টিস্যু যখন আমরা করিব ব্যবহার,
মুখবন্ধ বিনে ফেলিব প্রতিবার।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
যাব না যেখানে আছে লোকের সমাগম,
দূরত্ব বজায় রাখলে করোনার ঝুঁকি কম।
তিন ফিট দূরে থাকি চলেন বোন ও ভাই,
কফ-থুতু রাস্তা-ঘাটে ফেলাটা থামাই।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
এখন থেকে করবো না আর করমর্দন, কোলাকুলি,
জ্বর-কাশি-শ্বাসকষ্ট হলে মাস্ক পরে ফেলি।
বিদেশ থেকে আসলে থাকি ১৪ দিন ঘরে,
একে অন্যের থেকে যেন রোগ ছড়ায় না পড়ে।
যদি দেখা দেয় আপনার করোনার লক্ষণ,
হটলাইনে ফোন করা বাদে কোথাও যাবেন না তখন।
জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে
সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে।।
জরুরি প্রয়োজনে বা করোনাভাইরাস সম্পর্কে জানতে সরকারি হটলাইন নাম্বার ৩৩৩ বা ১৬২৬৩ তে যোগাযোগ করুন।