এল শাফিন আহমেদের ‘শূন্যতা’, আসছে সংগীতচিত্র

শাফিন আহমেদ
শাফিন আহমেদ

নতুন বছরে এল শাফিন আহমেদের নতুন গান ‘শূন্যতা’। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির অডিও, আগামী বৃহস্পতিবার আসছে সংগীতচিত্র। সেখানে শিল্পীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে সোনিয়া হোসেনকে।

গত শতকের নব্বইয়ের দশক থেকে জনপ্রিয় মাইলস ব্যান্ডের অন্যতম ভোকাল শাফিন আহমেদ গাইছেন একক কণ্ঠেও। ব্যান্ডের অ্যালবামের বাইরে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া বহু একক গান। ‘শূন্যতা’ প্রসঙ্গে এই শিল্পী জানান, অস্ট্রেলিয়াপ্রবাসী নিয়াজ মাহমুদের লেখা গানটি হাতে পেয়ে সুর করার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি সংগীতায়োজন করে নিজেই গানটি গেয়েছেন, রেকর্ড করেছেন তাঁর নিজের ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে। শাফিন আহমেদ বলেন, ‘গানটি প্রথমবার দেখেই আমার ভালো লেগে যায়। তখনই মনে হলো, গানটা সুর দেওয়া যাবে। সুরের সুবিধার্থে কিছুটা পরিবর্তন করে গানটি গেয়েছি। গানটি করে আমার ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

শাফিন আহমেদ

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘শূন্যতা’। এই শিল্পী জানান, গানটির সংগীতচিত্রের কাজও প্রস্তুত। বৃহস্পতিবার তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আহমেদ স্টিভ পরিচালিত সংগীতচিত্রটি। শাফিন বলেন, ‘গানটি কীভাবে পেলাম, কীভাবে সুর করলাম, সেসব গল্পও দেখা যাবে ভিডিওতে।’

দীর্ঘদিন সংগীতের সঙ্গে শাফিন আহমেদ। তিনি এখন কেবলই একজন শিল্পী নন, নিজের স্টুডিও ও সংগীত প্রযোজনা সংস্থার মাধ্যমে তরুণদের জন্য কাজ করে যাচ্ছেন। তরুণদের পেশাদার ব্যান্ড গড়া, অনুশীলন ও এগিয়ে নেওয়ার জন্য নানা রকম সহযোগিতা করে যাচ্ছেন অগ্রজ এই শিল্পী। গত শনিবার বাংলাদেশের কিডনি রোগীদের সাহায্যের জন্য আয়োজিত ভার্চ্যুয়াল চ্যারিটি কনসার্ট ‘সোর্স অব ড্রিমস’-এ গান করেছেন তিনি। এই ভার্চুয়াল কনসার্টে গান করেছেন আরও ১১ জন শিল্পী। সফল এই কনসার্ট প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘ভার্চুয়ালি ১ দশমিক ৬ মিলিয়ন লোক এই কনসার্টে গান শুনেছে। আমরা অত্যন্ত আশাবাদী। এ বছর আমরা আরও ভার্চুয়াল কনসার্টের আয়োজন করতে পারি।’

শাফিন আহমেদের নতুন গান ‘শূন্যতা’

শাফিন আহমেদের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকিধিকি’, ‘প্রথম প্রেমের মতো’, ‘জাদু’, ‘চাঁদ-তারা’, ‘দরদিয়া’, ‘পাহাড়ি মেয়ে’, ‘পিয়াসী মন’, ‘পলাশীর প্রান্তর’। সম্প্রতি নিজের গাওয়া পুরোনো গানগুলো নিয়ে নতুন করে কাজ করছেন মাইলসের অন্যতম ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। প্রায় এক শ গান রিমেক ও রিমাস্টারিং করে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশের প্রক্রিয়া শুরু করেছেন। সেসব গান তিনি একা নন, গাইছেন এখনকার প্রতিভাবান তরুণ শিল্পীদের অনেকে। সেই গানগুলো যে তরুণেরা কাভার করতে চান, তাঁদের সহযোগিতা করবেন শাফিন আহমেদ। এ জন্য গত বছর নিজের মিউজিক লেবেল ও রেকর্ডিং স্টুডিও চালু করেছেন তিনি। ডাবল বেজ প্রোডাকশন নামের ওই লেবেলের যাবতীয় কাজ করা হয় তাঁর ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে।