ফেসবুকে নেই বলে অনেক খবর আমি দেরিতে শুনি। এবারও তাই হয়েছে। সংগীতাঙ্গনের একদল শিল্পী পারিশ্রমিক ছাড়া গান না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে বিভাজন ও পাল্টাপাল্টি সমালোচনা শুরু হয়েছে, যা একেবারে অনভিপ্রেত ও আত্মঘাতী।
কণ্ঠশিল্পীরা যদি পারিশ্রমিক ছাড়া গান না করার সিদ্ধান্ত নেন, তাতে অপরাধ কোথায়? পেশাদার শিল্পীর জন্য সেটাই তো স্বাভাবিক। বিশেষ করে বর্তমান দুঃসময়ে যাঁরা এর ওপরেই নির্ভর করেন, তাঁরা যথোচিত সম্মানী পেলে অনেকটাই উপকৃত হবেন। আমি বিনা পারিশ্রমিকেও গান করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কিন্তু একজন পেশাদার শিল্পী সম্মানী দাবি করলে তাঁর মধ্যে তো কোনো অপরাধ দেখি না।
একটা স্বাভাবিক এবং তুচ্ছ বিষয় নিয়ে সংগীতশিল্পীদের মধ্যে বিভাজন শুরু হবে, কাদা–ছোড়াছুড়ি হবে, এটা মোটেই কারও কাম্য নয়। জ্যেষ্ঠরা কনিষ্ঠদের প্রতি আরও সহানুভূতিশীল হবেন, কনিষ্ঠরা জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হবেন—এটাই রীতি। একজন জ্যেষ্ঠ শিল্পী হিসেবে অনুরোধ জানাব, বিষয়টির এখানেই ইতি হোক। নিজেদের সম্মান নিজেরা রাখতে না পারলে, সেটা হবে চরম লজ্জার এবং দুর্ভাগ্যের বিষয়। পরিণামে তৃতীয় পক্ষই লাভবান হবে।