এক দশক আগের কথা। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া ও শাকিরা তাঁদের ১১ বছরের প্রেমের ইতি টানলেন, ২০১০ সালে। এই বিচ্ছেদ দারুণ ভুগিয়েছিল শাকিরাকে।
অ্যান্টোনিও ছিলেন শাকিরার ব্যক্তিগত ব্যবস্থাপক। পেশায় আইনজীবী অ্যান্টোনিও একটি নয়, দুটি নয়, তিনটি মামলা করেছিলেন শাকিরার নামে। শাকিরার কাছে প্রায় ২ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। পাক্কা তিন বছর ধরে চলে সেই মামলা।
তারপর সব কটি মামলা খারিজ হয়ে যায়, তার আগে যথেষ্ট শিক্ষা হয়ে যায় শাকিরার। এরপর তিনি পণ করেন, কাগুজে কোনো সম্পর্কে জড়াবেন না। বাকি জীবনে আর কোনো আইনি লড়াইয়ের যন্ত্রণা পোহাতে যাবেন না। এ কারণেই জীবনের সূচিপত্র থেকে আনুষ্ঠানিক ‘বিয়ে’ মুছে ফেলেছেন।
‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়েভীতি নিয়ে শাকিরা বলেছিলেন, ‘বিয়ে শব্দটাকে আমি ভয় পাই। কাগজে–কলমের কোনো সম্পর্ক নিয়ে আমার ভেতরে এক রকম বিতৃষ্ণা কাজ করে। আমার মনে হয়, সম্পর্ক কোনো ব্যবসায়িক চুক্তি নয়। আমি তাই সম্পর্ক নিয়ে কোথাও সই করতে রাজি নই। আমি পিকেকে প্রেমিক হিসেবেই চাই। আর চাই চিরকাল তার প্রেমিকা হয়ে থাকতে।’
শাকিরা সাক্ষাৎকার শেষ করেছেন এভাবে, ‘যদিও আট বছরে আমি ফুটবল খেলাটা এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। বিশেষ করে অফ সাইড বিষয়টা। যখনই আমি ফুটবল নিয়ে কিছু একটা বলি, সে হাসে।’