‘না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর জন্য তিন দেশে দৃশ্যধারণ করা হয়েছে! শুনে প্রথমে মনে হবে, এটি বোধ হয় একটি ব্যয়বহুল প্রকল্প। কিন্তু মেধাবী শিল্পী ইমরান কাজটি করেছেন বেশ বুদ্ধিমত্তার সঙ্গে। বেশ আগে ধারণ করা ভিডিওগুলো সম্পাদনা শেষে সম্প্রতি প্রকাশ করা হয় গানটি।
গত রোববার দুপুরে ইমরান মাহমুদুলের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘না’ গানের ভিডিও। তিন দেশে গানটির ভিডিও ধারণ প্রসঙ্গে ইমরান বলেন, ‘গত বছরের মে মাসে দেশের বাইরে শো করতে গিয়েছিলাম। সেই সুযোগে লন্ডন, সুইডেন ও সুইজারল্যান্ডে গানের ভিডিওর জন্য দৃশ্য ধারণ করেছিলাম। গানের সঙ্গে লোকেশনের বৈচিত্র্য রাখার জন্য ট্যুরটিকে কাজে লাগিয়েছি।’
‘না’ একটি দুঃখের গান। ইমরানের গানগুলোতে সব সময় একজন নতুন মডেলকে পাওয়া যায়। দুঃখের বিষয় এ গানে ইমরানের সঙ্গে কোনো মডেল নেই। এ ব্যাপারে ইমরান বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথা ও ভাবের সঙ্গে মিল রাখতেই গানে কোনো মডেল রাখা হয়নি।’ গত বছর শুটিং করে এত দিন পরে ভিডিও প্রকাশ করলেন কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘বিদেশ থেকে আসার পর বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ, স্টেজ শো, ফিল্মের গান নিয়ে ব্যস্ত ছিলাম। তা ছাড়া এক একটি দিবসে অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাজই বেশি করা হয়। আগে থেকেই ইচ্ছা ছিল, ‘না’ গানটি নিজের চ্যানেলে প্রকাশ করব, এ জন্য সময় নিয়েছি। এখন করোনার কারণে কাজের ব্যস্ততা কম। এই ফাঁকে গানটি প্রকাশ করলাম।’
‘না’ গানের কথা লিখেছেন মেহেদী হাসান এবং সুর করেছেন শিল্পী ইমরান মাহমুদুল নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল এবং ভিডিও পরিচালনা করেছেন অভিজিৎ চক্রবর্তী।