জোনাস ব্রাদার্স পুনর্মিলন

একটি পারিবারিক মিউজিক ভিডিও

‘সাকার’ গানের ভিডিওতে কেভিন ও স্ত্রী ডেনিয়েলা, জো ও প্রেমিকা সোফি, নিক ও স্ত্রী প্রিয়াঙ্কা
‘সাকার’ গানের ভিডিওতে কেভিন ও স্ত্রী ডেনিয়েলা, জো ও প্রেমিকা সোফি, নিক ও স্ত্রী প্রিয়াঙ্কা

কৈশোরে নানা বিষয় নিয়ে গান গেয়ে বিশ্ব মাতিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। গানে তাদের প্রেম, স্বপ্নের মানুষ, ভবিষ্যৎ—সবই উঠে এসেছে। কিন্তু ভাঙনের পর তিন ভাই কেভিন, জো আর নিক জোনাসকে একসঙ্গে আর গাইতে দেখা যায়নি। অবশেষে প্রায় ছয় বছরের বিরতির পর এক হলেন তিন ভাই। কৈশোরের প্রেমপর্ব পেরিয়ে এবার নিজেদের বাস্তব জীবনের জীবনসঙ্গিনীদের নিয়ে তাঁরা তাঁদের নতুন গান ও গানের ভিডিও প্রকাশ করলেন। গানটির ভিডিও দেখে ভক্তরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে একে ‘পারিবারিক মিউজিক ভিডিও’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

গানটির নাম ‘সাকার’। গতকাল শুক্রবার এটি মুক্তি পায়। গানের ভিডিওতে কেভিন, নিক ও জো জোনাসকে দেখা যায় নিজেদের সঙ্গিনীদের নিয়ে ইংল্যান্ডের একটি রাজকীয় প্রাসাদে আমোদফুর্তিতে মত্ত। কেভিনের স্ত্রী ডেনিয়েলা, জোর প্রেমিকা সোফি টার্নার ও নিকের স্ত্রীও এই মিউজিক ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ। তাই জোনাস ব্রাদার্সদের পাশাপাশি তাঁদের সঙ্গিনীরাও গানটির প্রচার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০১৩ সালে জোনাস ব্রাদার্স তাদের দলের আনুষ্ঠানিক ভাঙনের ঘোষণা করে। এরপর তিন ভাই কেভিন, জো ও নিক তাঁদের নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কেউ গান নিয়েই থাকেন, কেউ নাম লেখান অভিনয়ে, কেউ আবার টেলিভিশনে নিজেকে থিতু করার চেষ্টা করেন। ২০১৮ সালের জানুয়ারিতে একবার আভাস পাওয়া যায় যে যুক্তরাষ্ট্রের গানের জগতের জনপ্রিয় বয়ব্যান্ড এক হতে যাচ্ছে এবারও। কিন্তু সেই সময় নিক জোনাস সেটাকে গুজব বলে উড়িয়ে দেন এবং নিজের ব্যক্তিজীবন ও প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে এবারের ‘সাকার’ গান ও এর ভিডিওটি প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল, জোনাস ব্রাদার্সের সময় ফুরিয়ে যায়নি। তিন ভাইয়ের পুনর্মিলনী নতুন করে জোনাস ব্রাদার্স ভক্তদের মনে আশা জাগিয়েছে। ইউএস উইকলি