গান করতে প্রায়ই ঢাকায় আসেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই আসা-যাওয়ায় বাংলাদেশে তাঁর পরিচিতি তৈরি হয়েছে। বড় হয়েছে বন্ধুমহল। ঋদ্ধির কণ্ঠে গান শোনার আবদার বেড়েছে এপার বাংলায়। এবারের পয়লা বৈশাখে কলকাতায় তো বটেই, বাংলাদেশেও গান করবেন তিনি। দুই দেশে পয়লা বৈশাখ ভিন্ন দিনে পালন করা হয় বলে এ বছর দুইবার পয়লা বৈশাখ উদ্যাপন করবেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। প্রথমে ১৪ এপ্রিল ঢাকায়, পরদিন ১৫ এপ্রিল কলকাতায়।
গত পরশু ঢাকায় পৌঁছেছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্বামী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, বাংলা নাটকের গানে পশ্চিমবঙ্গে বিশেষভাবে নন্দিত তিনি। একসঙ্গে একই মঞ্চে গাওয়ার সুযোগ খুব একটা পান না তাঁরা। ইদানীং সেই সুযোগ মিলছে। সেটাও বাংলাদেশে। তিনি জানান, বৈশাখের দিনটা ঘরে থাকার সুযোগ খুব একটা পান না। কলকাতার বড় ক্লাবগুলোর বৈশাখী আয়োজনে গানের আমন্ত্রণ থাকে। এ বছরও থাকবে। তবে প্রথমবারের মতো ঢাকায় রমনার বটমূলে বর্ষবরণ দেখবেন তিনি। তিনি বলেন, ‘রমনার বটমূলে বর্ষবরণের যে আয়োজন হয়, তার কত গল্প শুনেছি। এবার জীবনে প্রথমবারের মতো সেই অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছি। এটা একটা বড় পাওয়া আমার জন্য।’
রোববার পয়লা বৈশাখে ঢাকায় তিনটি অনুষ্ঠানে গাইবেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় এসএ টিভির একটি অনুষ্ঠানে পঞ্চকবির গান করবেন তিনি। সঙ্গে বাংলা নাটকের গান করবেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও অনুষ্ঠানটি ধারণ করা। তবে সরাসরি অনুষ্ঠানে তিনি থাকবেন নাট্যদল থিয়েটারের বৈশাখী আয়োজনে। সন্ধ্যা সাতটায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনের সেই আয়োজনে ‘মঞ্চগানের নকশি কাঁথা’ নামের অনুষ্ঠানে তিনি। একই মঞ্চে গাইবেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। দিনের শেষ অনুষ্ঠান রাত নয়টায়। সেখানে ঋদ্ধি একাই গাইবেন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও গুলশান ক্লাবের যৌথ আয়োজনে সেখানকার টেনিস কোর্ট ও ক্লাব লনে গান করবেন তিনি।
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বছর দুটি পয়লা বৈশাখ পালন করব। দুই বাংলার মানুষের সঙ্গে দুই দিন বর্ষবরণে অংশ নেব। সোমবার ভোরে রওনা দেব কলকাতায়। সেদিন কলকাতার একটি বড় ক্লাবে বর্ষবরণের অনুষ্ঠান রয়েছে।’
পঞ্চকবির গান গেয়ে ইতিমধ্যে পঞ্চকবির কন্যা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ পৃথিবীর যে প্রান্তে বাঙালির বাস, গান শোনাতে সেখানেই ছুটে যান এই শিল্পী। তবে বাংলাদেশকে এক রকম নিজের দেশই মনে করেন ঋদ্ধি।