আমরা আবার নাচব, গাইব, ভালোবাসব

বিতর্ক উঠেছে কৃষ্ণবর্ণের বলেই ২০২০ এ অস্কার মনোনয়ন পাননি জেনিফার লোপেজ
ইনস্টাগ্রাম

৫১ বসন্ত পার করেও মঞ্চ মাতিয়ে চলেছেন জেনিফার লোপেজ। ২০২০ সাল শেষ হওয়ায় মানুষ যে কতটা স্বস্তি পেয়েছে, তা টের পাওয়া গেছে তাঁদের উদ্‌যাপনে। স্বস্তির সেই সুবাতাস স্পর্শ করেছে ‘জেলো’কেও। সে কথাই জানালেন ৩১ ডিসেম্বর ‘এবিসি নিউ ইয়ার’স রকিং ইভে’র সন্ধ্যায়। ২০২১ সালের নতুন ভোরকে উৎসর্গ করে গাইলেন তাঁর নতুন গান ‘ইন দ্য মর্নিং’।

২০২০ সালটা পার করায় অন্য অনেকের মতোই ভালো বোধ করছেন জেনিফার লোপেজ। নতুন বছরের প্রাক্কালে বলেছেন, ‘২০২০–এর শেষ প্রান্তে দাঁড়িয়ে। আমরা বছরটা পার করতে পেরেছি। আমরা কঠিন এই সময়টা পার করতে পেরেছি। আজকের দিনটা, এই মুহূর্তটার সঙ্গে আর কোনো কিছুরই মিল নেই। সবকিছু থেকে এই সময়টা আলাদা। এ বছর আমরা করোনাকে বিশ্ব থেকে বিদায় করব। আমরা আবার নাচব, গাইব, ভালোবাসব।’

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সংগীত তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবিটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনা থেকে তোলা

এটুকু বলেই ক্ষান্ত দেননি জেনিফার লোপেজ। স্মরণ করেছেন করোনায় মৃত্যু হওয়া লাখো মানুষকেও। তাঁদের কথা বলতে গিয়ে ‘বেস্ট সেলিং’ এই শিল্পী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এ বছর আমরা অসংখ্য মানুষকে হারিয়েছি। অগণিত! তাঁদের আত্মার শান্তি কামনা করছি। এই বছর আমাদের শেখাল, বেঁচে থাকাকে “ফর গ্রান্টেড” হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। জীবনকে প্রতিমুহূর্তে উদ্‌যাপন করা উচিত।’

শাকিরা ও জেনিফার লোপেজ

নিজের সবচেয়ে জনপ্রিয় গান ‘ডান্স অ্যাগেইন’ গানটি গাওয়ার আগে বললেন, ‘আজ রাতে আমরা আবার বাঁচব। আবার গাইব, নাচব। আর নতুন করে স্বপ্ন দেখব। ২০ বছর আগে আমি গানটি গেয়েছিলাম। কিন্তু এর আগে গানটি কখনোই এত প্রয়োজনীয় হয়ে ওঠেনি। এই মুহূর্তে এই গানটির চেয়ে জরুরি আর কিছুই নয়। আসুন, আমরা নতুন করে নাচি, গাই আর বাঁচি।’

মার্কিন সংগীত তারকা জেনিফার লোপেজ।