আদি গ্রামোফোন রেকর্ডে ধারণ করা সব নজরুলসংগীত সংগ্রহ করা হবে

‘আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১২৩৮টি নজরুল-সংগীতের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: প্রথম আলো
‘আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১২৩৮টি নজরুল-সংগীতের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: প্রথম আলো

কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১৮০০টি সংগৃহীত নজরুল-সংগীতের মধ্যে গুণগতমানের ভিত্তিতে ১ হাজার ২৩৮টি গানের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তথ্য দিয়ে বলেছেন, নজরুলের আদি গ্রামোফোন রেকর্ডে ধারণ করা অবশিষ্ট নজরুলসংগীত সংগ্রহ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে বাংলাদেশ থেকে মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় একজন বিশিষ্ট নজরুল গবেষককে ভারতের পশ্চিমবঙ্গে পাঠিয়ে অবশিষ্ট গানগুলো সংগ্রহে পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ‘আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১২৩৮টি নজরুল-সংগীতের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১২৩৮টি নজরুল-সংগীতের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রথম আলো

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে কবি নজরুল ইনস্টিটিউট নতুনভাবে যাত্রা শুরু করেছে। কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নকশা অনুযায়ী ভবন নির্মাণ প্রকল্পের ডিপিপি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে। কয়েক মাসের মধ্যে এ ভবনের নির্মাণকাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ এবং নজরুল গবেষক ও সরকারের যুগ্ম সচিব এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভূঞা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী সেলিনা হোসেন, জোসেফ কমল রড্রিক্স, জান্নাত-এ-রুম্মান তিথী ও শাহিনা আক্তার পাপিয়া।