মাথায় গামছা, কণ্ঠে লোকগান। ওয়াসিম কবির পরিচিতি পেয়ে গেছেন গামছা পলাশ নামে। গামছা পলাশ বললে লোকে তাঁকে চিনবেন, নয়তো চিনবে ননা। প্রথম আলোর ফেসবুক লাইভে আজ রাত সাড়ে ১০টায় গাইবেন তিনি।
২০০৬ সালে গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পান পলাশ। তখন থেকে নিয়মিত গাইতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে। ২০১১ সালে তাঁর কণ্ঠে ‘মানুষ একটা দুই চাকার সাইকেল’ ও ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’ লোকগান দুটি ব্যাপক সমাদৃত হয়। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে গান’ অনুষ্ঠানে এ গান দুটিসহ পলাশ শোনাবেন লালন সাঁইয়ের ‘আল্লা বলো মন রে পাখি’, উকিল মুন্সী ও রসিদ উদ্দিনের ‘সোয়া চান পাখি’ ও এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানগুলো।
ইউটিউবে পলাশের গান শোনেন হাজারো সংগীতপ্রেমী। দেশ-বিদেশের বহু শ্রোতা ইউটিউবে অপেক্ষা করেন পলাশের নতুন গানের জন্য। ঈদুল আজহায় বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে আসছে তাঁর নতুন গান। ঈদের পরদিন নিজের চ্যানেলে প্রকাশিত হবে মাঝহারুল ইসলামের লেখা ‘আমায় ভুলে গেছ তুমি’ শিরোনামে একটি নতুন গান। পলাশ বলেন, ‘গান নিয়ে লেখাপড়া করে গানকেই পেশা হিসেবে নিয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার গান শুনছেন, এ আমার পরম সৌভাগ্য।’
করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছে মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। এ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন বাংলাদেশের বহু শিল্পী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।