গানে মন দিয়েছেন গানের মানুষ সায়ান চৌধুরী অর্ণব। এক মাসের ব্যবধানে আরও একটি গান প্রকাশ করলেন তিনি। গতকাল শুক্রবার সকালে ইউটিউবে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত ‘দুঃখ যদি না পাবে তো।’ নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তিনি।
প্রকাশের পর থেকে প্রশংসা কুড়াচ্ছে গানটি। ভক্ত ও শ্রোতারা জানাচ্ছেন মুগ্ধতার কথা। নিজের ইউটিউব চ্যানেলটিকে চাঙা করে তুলতেই গানগুলো তিনি প্রকাশ করছেন নিজের চ্যানেলে। অর্ণব বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করছি। তাই তো নিজেদের যা কিছু সৃষ্টি, তা প্রকাশের মাধ্যম হিসেবে ইউটিউবকে বেছে নিয়েছি।’
রবীন্দ্রসংগীত ‘দুঃখ যদি না পাবে তো’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার খুব প্রিয় একটি গান। গানটার কথা তো ভুলেই গিয়েছিলাম। আমার শান্তি নিকেতনের শিক্ষক অভীক ঘোষ আমাকে এই গান গাওয়ার পরামর্শ দেন। তিনিই বললেন, “এই গান গাইতে পারো।” ইউটিউবে মন্তব্যের ঘরে দেখলাম, সবাই ইতিবাচক মন্তব্য করছে। ভক্ত-শ্রোতাদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া কাজে অনুপ্রেরণা দেয়।’
অর্ণব জানান, খুব সাধারণভাবে গানটি করেছেন তিনি। অতিরিক্ত সংগীত নেই সেখানে, কেবল পিয়ানো বাজিয়ে গানটি গেয়েছেন তিনি। এভাবে নিজের স্টুডিওতে বসে গান করেন। নতুন গানটিতে সেই আবহ ধরে রাখার চেষ্টা দেখা গেছে। শিল্পীর সিদ্ধান্ত, নতুন সংগীতায়োজনে আবারও রবীন্দ্রসংগীত গাইবেন তিনি। সেসব পাওয়া যাবে তাঁর ইউটিউব চ্যানেলে।
ইউটিউবে মন্তব্যের ঘরে গিয়ে দেখা যায় একজন লিখেছেন, ‘গানটা যখন শুনছি, ঢাকায় বৃষ্টি নেমেছে! অর্ণব ভাইয়ার গান আর বৃষ্টি, সে এক অন্য রকম স্বর্গীয় অনুভূতি।’ চন্দ্রিমা মুখার্জি লিখেছেন, ‘আহা! অনবদ্য, অসম্ভব সুন্দর দাদা, আবারও মুগ্ধ হলাম।’
শিগগির নতুন আধুনিক গান প্রকাশ করবেন অর্ণব। চলতি বছরের যেকোনো সময় প্রকাশিত হবে তাঁর স্ত্রী সুনিধি নায়েকের গানের অ্যালবাম। সেই অ্যালবামের কাজও নিজ হাতে করছেন অর্ণব।