পরী লিখলেন, ‘আজ আমার সেলফি ডে...’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারা বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। প্রকাশ করেন মনের ভাবও। কেউ প্রতিদিন করেন, কেউবা কিছুদিন পরপর। বাংলাদেশি বিনোদন অঙ্গনের কয়েকজন তারকার ফেসবুকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
মঞ্চ, টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নাজনীন চুমকি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই যুগের পেশাদার অভিনয়জীবনে অনেকের সঙ্গে কাজ করেছেন। রয়েছে অনেক স্মৃতি। তেমনই একটি মুহূর্ত আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন চুমকি। জাহিদ হাসান ও প্রয়াত তাজিন আহমেদের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে চুমকি ক্যাপশনে লিখেছেন, ‘তাজিন আপার সঙ্গে এই ছবিসহ অন্য ছবিগুলো কখনো প্রকাশ করিনি। কিন্তু আজ অনেকক্ষণ ছবিটা দেখলাম। আমার অভিনয় পেশার শুরুর জীবনের সহশিল্পী তাঁরা, অথচ এখনো অবধি শ্রদ্ধেয়, সুপরিচিত উজ্জ্বল নক্ষত্র। শুধু তাজিন আপা চলে গেলেন, রেখে গেলেন কত স্মৃতি।’
মঞ্চ, টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নাজনীন চুমকি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই যুগের পেশাদার অভিনয়জীবনে অনেকের সঙ্গে কাজ করেছেন। রয়েছে অনেক স্মৃতি। তেমনই একটি মুহূর্ত আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন চুমকি। জাহিদ হাসান ও প্রয়াত তাজিন আহমেদের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে চুমকি ক্যাপশনে লিখেছেন, ‘তাজিন আপার সঙ্গে এই ছবিসহ অন্য ছবিগুলো কখনো প্রকাশ করিনি। কিন্তু আজ অনেকক্ষণ ছবিটা দেখলাম। আমার অভিনয় পেশার শুরুর জীবনের সহশিল্পী তাঁরা, অথচ এখনো অবধি শ্রদ্ধেয়, সুপরিচিত উজ্জ্বল নক্ষত্র। শুধু তাজিন আপা চলে গেলেন, রেখে গেলেন কত স্মৃতি।’
কনসার্টে অংশ নিতে চিরকুট ব্যান্ডের সদস্যরা এখন আছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে তাঁরা উঠেছেন একটি পাঁচতারা হোটেলে। আজ বৃহস্পতিবার সকালে দলটির অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমী নাশতার টেবিলের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন। তাতে বোঝা গেল, চিরকুট যতবারই ঢাকার বাইরে গান গাইতে গেছে, কোনোবারই সব সদস্য একসঙ্গে বসে নাশতা করতে পারেনি। সেই বিষয় মজার ছলে লিখেছেন এভাবে, ‘আমরা আর কবে এক হব, বলতে পারেন? আমরা আর এক হতে পারলাম না! দীর্ঘ ২২ বছরের কনসার্ট জীবনে নাশতার টেবিলে আমরা কোনো দিন এক হতে পারলাম না। আর পারব কি না, তা-ও জানি না। বলতে পারেন, এ দায় কার বা কাদের! আজ সকালে যখন আমাদের পৃথিবী গভীর ঘুমে; পাষাণ হৃদয় রায়হান ইসলাম শুভ্র আর ইসমামুল ফরহাদ এলিন আমাদের ছেড়েই সকাল সাতটায় কাজটা সেরে ফেলল। আমি, নিরব, পাভেল, দিব্য, রানা সময়ের ব্যবধানে নাশতার টেবিলে কোনোমতে এক হলেও জাইভসের ঘুম ভাঙল না। জীবন ছোট। সময় বয়ে যায়। মহাকালের চির দূরত্বের—পৃথিবীতে নাশতার টেবিলে আমরা আর কবে এক হব; বলতে পারেন? ইতিহাস আমাদের ক্ষমা করো!
কয় দিন আগে পরীমনি শুটিং শেষ করেছেন নতুন ছবি ‘ডোডোর গল্প’–এর। এ ছবিতে তাঁর সহশিল্পী সাইমন সাদিক। এর বাইরে পরীমনি বিভিন্ন পণ্যের প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কাজের ব্যস্ততা শেষে সন্তানকে নিয়ে কয়েক দিনের জন্য ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ ছবি দিয়ে পরীমনি লিখেছেন, ‘আজ আমার সেলফি ডে।’
চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী এখন ফেসবুক ও ইউটিউবে নানা ইস্যু নিয়ে কথা বলে আলোচিত। মুক্তির দিক দিয়ে সর্বশেষ তাঁর পরিচালিত ছবির নাম ‘পাসওয়ার্ড’। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ছবিটি তৈরি হয়। এরপর একাধিক ছবি নির্মাণের ঘোষণা আফসারীর কাছ থেকে এলেও সে অর্থে কোনোটিই শুটিং পর্যন্ত গড়ায়নি। এই পরিচালক এখন ফেসবুকে বেশ সরব। তিনি আজ লিখেছেন, ‘জীবনের সবচেয়ে খারাপ দিন, সেই দিনটি—যেদিন আপনি হাসেন নাই।’
লোকগানের জনপ্রিয় গায়িকা রেশমী মির্জা। স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই গায়িকা তাঁর ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি কিন্তু ফুল অ্যাকশনে নেমে গেছি ,বাকিটা আপনারা দেখেন, যেটা ভালো মনে করেন।’