মা, তুমি আমার আগে, যেয়ো না গো মরে...

আজ বিশ্ব মা দিবস। দিনটি উপলক্ষে তারকাদের কেউ কেউ তাঁদের মাকে নিয়ে মনের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কেউবা তাঁদের সন্তানের মাকে নিয়ে কথা বলেছেন। মা দিবসে ফেসবুকে তারকাদের কে বা কারা মা নিয়ে কথা বলেছেন, চলুন দেখে নেওয়া যাক
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তাঁর ব্যান্ড ‘দলছুট’ নিয়ে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। ফিরবেন কনসার্ট শেষ করে। মা দিবসে নিজের মা ও সন্তানের মায়ের কথা ভোলেননি। ফেসবুকের প্রোফাইল পিকচারে মা ইলা মজুমদারের সঙ্গে শোভা পাচ্ছে বাপ্পার একটি স্থিরচিত্র। আরেক পোস্টে মেয়ে পিয়েতা এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনের দুটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘পিয়েতার মা! তোমাকে মা দিবসের শুভেচ্ছা জানাই! পৃথিবীর সব মাকে শ্রদ্ধা!’
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তাঁর ব্যান্ড ‘দলছুট’ নিয়ে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। ফিরবেন কনসার্ট শেষ করে। মা দিবসে নিজের মা ও সন্তানের মায়ের কথা ভোলেননি। ফেসবুকের প্রোফাইল পিকচারে মা ইলা মজুমদারের সঙ্গে শোভা পাচ্ছে বাপ্পার একটি স্থিরচিত্র। আরেক পোস্টে মেয়ে পিয়েতা এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনের দুটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘পিয়েতার মা! তোমাকে মা দিবসের শুভেচ্ছা জানাই! পৃথিবীর সব মাকে শ্রদ্ধা!’
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এরই মধ্যে ‘তুফান’ ছবির টিজার প্রকাশিত হয়েছে। এরপরই নতুন করে আলোচনায় এসেছেন তিনি। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের এই অভিনয়শিল্পী ভীষণ পরিবার অন্তঃপ্রাণ। মা দিবসে মায়ের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘মা, এর চেয়ে বড় আশ্রয় নেই। এর চেয়ে বড় পৃথিবী নেই...। সকল মা আমাদের প্রার্থনায় থাকুক।
টেলিভিশন নাটকের এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। একটা সময় পরিবারের সবার সঙ্গে দেশের বাইরে থাকলেও এখন বাংলাদেশে স্থায়ী। অভিনয় নিয়ে ব্যস্ত এই তারকা তাঁর মায়ের সঙ্গে ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘দ্য হার্ট অব আওয়ার ফ্যামিলি। শুভ মা দিবস মাম্মা।’
এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। জীবনের একটা লম্বা সময় কেটেছে কুয়েতে। গানের টানে এখন বাংলাদেশে স্থায়ী। তাঁর মাও একসময় গান গাইতেন। নজরুল সংগীত ও গণসংগীতের অ্যালবামও প্রকাশিত হয়েছিল কোনালের মায়ের। মায়ের সঙ্গে ফেসবুকে স্থিরচিত্র পোস্ট করে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘বিশ্ব মা দিবসের অনেক শুভেচ্ছা মা। আমার পৃথিবী তুমিগো মা। আমার অস্তিত্ব, আমার নিশ্বাস, আমার শান্তি, আমার বেহেশত, আমার বেঁচে থাকার কারণ তুমি মা। মা, তুমি আমার আগে, যেয়ো না গো মরে। হ্যাপি মাদারস ডে কুইন আম্মু।’
নাচ আর অভিনয়—দুই মাধ্যমে পদচারণ আশনা হাবিব ভাবনার। ছোটবেলায় নাচের জন্য জাতীয় পুরস্কারও অর্জন করেছিলেন তিনি। নাটকের ব্যস্ত এই অভিনয়শিল্পী চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে ভাবনার তিনটি চলচ্চিত্র। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল শনিবার রাতে এই অভিনয়শিল্পী উড়াল দিয়েছেন প্যারিসের উদ্দেশে। তাঁর বাবা হাবিবুল ইসলাম একজন পরিচালক। ‘যাপিত জীবন’ নামে তাঁর একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মা রেহানা হাবীব ও বাবা হাবিবুল ইসলামের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘শুভ মা দিবস আম্মু। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের দুজনকে একসঙ্গে সব সময় দারুণ লাগে।’