কারণ এখন শীতকাল...

সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের প্রায় সবাই কাজের তথ্য প্রদানের পাশাপাশি মনের কথাও ব্যক্ত করেন। কখনো তা বিশেষ বিশেষ উপলক্ষ ঘিরে হয়, আবার কখনো প্রতিদিনকার। বিনোদন অঙ্গনের কয়েকজনের ফেসবুক পেজ ও আইডিতে চোখ বুলিয়ে নেওয়া যাক...
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা তাঁর সংগীতজীবনের চার দশক পার করছেন। এই সংগীতশিল্পী গানের বাইরে বেশ কিছুদিন ধরে ইউটিউবে নানা ধরনের কনটেন্ট ভক্তদের জন্য তৈরি করে থাকেন। এরই মধ্যে ইউটিউব কর্তৃপক্ষ সাবস্ক্রিপশনের কারণে সিলভার প্লে বাটন দিয়েছে। বিষয়টি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কখনো সিরিয়াস হইনি। এর মধ্যেও চ্যানেলটাতে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আজ ইউটিউব থেকে পাঠানো সিলভার প্লে বাটন হাতে পেলাম। চ্যানেলের সব সাবস্ক্রাইবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা তাঁর সংগীতজীবনের চার দশক পার করছেন। এই সংগীতশিল্পী গানের বাইরে বেশ কিছুদিন ধরে ইউটিউবে নানা ধরনের কনটেন্ট ভক্তদের জন্য তৈরি করে থাকেন। এরই মধ্যে ইউটিউব কর্তৃপক্ষ সাবস্ক্রিপশনের কারণে সিলভার প্লে বাটন দিয়েছে। বিষয়টি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কখনো সিরিয়াস হইনি। এর মধ্যেও চ্যানেলটাতে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আজ ইউটিউব থেকে পাঠানো সিলভার প্লে বাটন হাতে পেলাম। চ্যানেলের সব সাবস্ক্রাইবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
একের পর এক গান প্রকাশ করে চলেছেন তুমুল জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। তাঁর ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত এসব গানে নতুন সব গায়িকাকে সহশিল্পী হিসেবে দেখা যায়। এই গায়ক ও সংগীত পরিচালক মজার ছলে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো এ আই।’
১৯ বছর আগে ‘রঙের মানুষ’ ধারাবাহিকে দিলখুশ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন আয়েশা সালমা মুক্তি। অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রেও। কিন্তু এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাঁকে। তবে ফেসবুকে বেশ সরব তিনি। স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘কারণ এখন শীতকাল।’