উত্তরবঙ্গ অবহেলিত বরাবরই, এটাও একটা ‘বৈষম্য’ ফেসবুকে শশী
বিনোদন প্রতিবেদক
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা
কয়েক মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন দেশীয় চলচ্চিত্রের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। শিগগিরই তিনি শুরু করবেন ‘বরবাদ’ নামের নতুন ছবির কাজ। এই ছবিতে নতুন রূপে দেখা যাবে তাঁকে। মিশা সওদাগর ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘কেউ যদি বলে, পৃথিবী একদিকে আর তোমার দেশ একদিকে! তুমি কোনটা নিবে? আমি বলব, আমি আমার দেশ নেব। আমার জন্মভূমি নিব।’
বিজ্ঞাপন
অভিনয়শিল্পী শারমীন জোহা শশীকে মডেলিংয়েও দেখা গেছে। এখন টেলিভিশন নাটকে অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’তে অভিনয় করে বেশ আলোচিত হন। অর্জন করেন মেরিল-প্রথম আলো পুরস্কার। এরপর চলচ্চিত্রে অভিনয়ে সম্ভাবনা অনেক বেশি তৈরি হলেও সেভাবে নিয়মিত হননি। নিজের মতো করে কাজ করে চলেছেন। রংপুরে বেড়ে ওঠা শশী সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা প্রসঙ্গে কথা বলেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গ অবহেলিত বরাবরই! আর এটাও একটা “বৈষম্য”।’
বিজ্ঞাপন
অভিনয়জীবনের দারুণ সময় পার করছেন মেহজাবীন চৌধুরী। জীবনের প্রথম চলচ্চিত্র ‘সাবা’ কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, কুড়িয়েছে প্রশংসাও। এবার ছবিটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। এ মাসে উৎসবে যোগ দিতে পরিচালকের সঙ্গে ছুটবেন তিনিও। এদিকে আজ ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সুন্দর আবহাওয়া, খাওয়া, মজা, বন্ধুত্ব, সূর্য, চাঁদ, সাগর এবং আমরা।’ ছবিতে মেহাজাবীনের সঙ্গে দেখা যাচ্ছে একসময়ের লাক্স তারকা তাহসিনকে।১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেন। সারা দেশ তোলপাড় করা সেই ঘটনার প্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন। কিন্তু নানা ঘটনায় ‘চক্র’ নামের সেই কাজ শেষ করতে পারছিলেন না। অবশেষে চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ হয়। গত রোববার পরিচালক ভিকি প্রথম আলোকে জানান, ১০ অক্টোবর এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে ফারিণ লিখেছেন, ‘এই অসীম চক্রের শেষ কোথায়? উত্তর জানা যাবে খুব শিগগিরই।’এ সময়ের জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ বর্ষণ অর্থহীন ব্যান্ডের বেজবাবাখ্যাত সুমনের গানের ভক্ত। তাঁর অভিনীত ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রেও গেয়েছিলেন অর্থহীন ব্যান্ডের এই গায়ক। সম্প্রতি ঢাকার একটি কনসার্টে গান গেয়েছেন সুমন, সেটি সামনাসামনি উপভোগ করার কথা নিজের ফেসবুকে লিখেছেন বর্ষণ। সুমনের গাওয়ার মুহূর্তের একটি ছবি পোস্ট করে বর্ষণ লিখেছেন, ‘অদ্ভুদদের জয় হোক। বেজবাবা সুমন। অর্থহীন এর লাইভ একটা কনসার্ট দেখা, একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট।’