আজ শুক্রবার নানা আয়োজনে মুখর থাকবে রাজধানীর বিনোদন অঙ্গন। প্রদর্শনী, চলচ্চিত্র উৎসবসহ এদিন থাকবে বেশ কয়েকটি নাটকের মঞ্চায়ন।
প্রামাণ্যচিত্র প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ফেরদৌসী রহমানকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘গানের পাখি’ ও আলী যাকেরকে নিয়ে ‘আমাদের ছোটলু ভাই’ প্রদর্শিত হবে। প্রদর্শনী দুটি সবার জন্য উন্মুক্ত।
চলচ্চিত্র উৎসব
চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসবে আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে বেলা ৩টা থেকে প্রদর্শিত হবে ‘সূর্যকন্যা’, ‘মেঘের অনেক রং’, ‘শিল্পাচার্য’, ‘চাক্কি’ ও ‘ঘুড্ডি’।
চারুকলা প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চলছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চারুকলা গ্যালারির ১ থেকে ৭ নম্বর গ্যালারিতে প্রদর্শনী চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠান
শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নতুন যৌবনের দূত’। সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
নাটক
১৯৭১
সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে একতা নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধের নাটক ‘১৯৭১’।
‘ভগবান পালিয়ে গেছে’
সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘ভগবান পালিয়ে গেছে’। মুক্তনীলের রচনা ও নির্দেশনায় নতুন নাটকটি মঞ্চায়ন করবে থিয়েটার বাতিঘর।