ঈদের দ্বিতীয় দিনে তাঁরা

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। অভিনয়শিল্পী-কলাকুশলীরা ঈদ উদ্‌যাপনে মেতেছেন। ঈদের খুশি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তারকারা। ছবিতে একনজরে দেখে নিতে পারেন তারকাদের ঈদের সাজ, শুভেচ্ছা বার্তাসহ ‘তারকাদের মনের কথা’
সুরকার, গায়ক ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর একাধিক গান এবারের ঈদে মুক্তি পেয়েছে। ঈদে মুক্তি পাওয়া তিন চলচ্চিত্র ‘রাজকুমার’, ‘কাজলরেখা’ ও ‘দেয়ালের দেশ’-এ তাঁর সুর-সংগীতে প্রকাশিত হয়েছে একাধিক গান। খুব শিগগির এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালককে পাওয়া যাবে কোক স্টুডিও বাংলার নতুন সিজনেও। নরসিংদীতে জন্ম ও বেড়ে ওঠা ইমন এখন আছেন তাঁর জন্মভিটায়। মেয়ের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘নকশি এবং আমি “নরসিংদী সরকারি কলেজ”-এর সামনে। আমার শৈশব ও কৈশোর যেখানে...’
সুরকার, গায়ক ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর একাধিক গান এবারের ঈদে মুক্তি পেয়েছে। ঈদে মুক্তি পাওয়া তিন চলচ্চিত্র ‘রাজকুমার’, ‘কাজলরেখা’ ও ‘দেয়ালের দেশ’-এ তাঁর সুর-সংগীতে প্রকাশিত হয়েছে একাধিক গান। খুব শিগগির এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালককে পাওয়া যাবে কোক স্টুডিও বাংলার নতুন সিজনেও। নরসিংদীতে জন্ম ও বেড়ে ওঠা ইমন এখন আছেন তাঁর জন্মভিটায়। মেয়ের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘নকশি এবং আমি “নরসিংদী সরকারি কলেজ”-এর সামনে। আমার শৈশব ও কৈশোর যেখানে...’
তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাদিয়া আয়মানের ডজনখানেক নাটক ঈদে প্রচারিত হওয়ার কথা রয়েছে। তা ছাড়া এবারের ঈদে ‘কাজলরেখা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায়ও অভিষেক ঘটেছে এই তারকার। আজ শুক্রবার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে গানের এই লাইনগুলো জুড়ে দিয়েছেন, ‘দহনও বেলাতে আমি, প্রেমেরও তাপসী, বরষাতে প্রেমের ধারা, শরতের শশী।’
স্বামী আশফাক রবিনের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ঈদ মোবারক। পরিবার। আলহামদুলিল্লাহ।
মেহেদিরাঙা হাতের এই স্থিরচিত্র পোস্ট করে মেহজাবীন চৌধুরী সবার কাছে জানতে চেয়েছেন, ঈদের প্রথম দিন কেমন কাটল? এই স্থিরচিত্রে ১১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে আর মন্তব্য সাড়ে ছয় শতাধিক।
টেলিভিশন নাটকে এই সময়ের ব্যস্ত তারকাদের একজন তানিয়া বৃষ্টি। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। এই ঈদেও তাঁর ডজনখানেক নাটক প্রচারিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে তিনি ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদ এলেই দেড় দশক ধরে চারদিকে বাজতে থাকে ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটি। হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে এই গানে প্রথম কণ্ঠ দেন মিলন মাহমুদ। এরপর আবার নতুনভাবে তৈরি একই গানে কণ্ঠ দেন মিঠুন চক্র। ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানের গায়ক মিলন মাহমুদ পরিবারের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক। আমার ভালোবাসার পরিবার। আমার সন্তান ও তার মা।’