একই সঙ্গে আজ জন্মদিন দেশের গুণী পাঁচ তারকার। এই তালিকায় রয়েছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, ডলি সায়ন্তিনী, রোমানা রশিদ ঈশিতা ও সুনেরাহ বিনতে কামাল। গতকাল মধ্যরাত থেকেই এই তারকারা ফেসবুকে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। সহকর্মীদের তেমন কিছু ভালোবাসা ভক্তদের জন্য তুলে ধরা হলো।