শুভেচ্ছায় ভাসছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, ডলি সায়ন্তিনী, ঈশিতারা

একই সঙ্গে আজ জন্মদিন দেশের গুণী পাঁচ তারকার। এই তালিকায় রয়েছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, ডলি সায়ন্তিনী, রোমানা রশিদ ঈশিতা ও সুনেরাহ বিনতে কামাল। গতকাল মধ্যরাত থেকেই এই তারকারা ফেসবুকে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। সহকর্মীদের তেমন কিছু ভালোবাসা ভক্তদের জন্য তুলে ধরা হলো।

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা মোশাররফ করিমের শৈশবের ছবি পোস্ট করে শুভকামনা জানিয়েছেন
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা মোশাররফ করিমের শৈশবের ছবি পোস্ট করে শুভকামনা জানিয়েছেন
অভিনেত্রী ছন্দা ফেসবুকে লিখেছেন, ‘ফজলুর রহমান বাবু ভাই, আপনার সুদক্ষ অভিনয় আর সুরেলা কণ্ঠের জাদু দিয়ে সব সময় আমাদের মুগ্ধ করে রাখুন। আর এই প্রাণখোলা হাসিটাই ধরে রাখুন সব সময়।’
অভিনেত্রী ছন্দা ফেসবুকে লিখেছেন, ‘ফজলুর রহমান বাবু ভাই, আপনার সুদক্ষ অভিনয় আর সুরেলা কণ্ঠের জাদু দিয়ে সব সময় আমাদের মুগ্ধ করে রাখুন। আর এই প্রাণখোলা হাসিটাই ধরে রাখুন সব সময়।’
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবু ভাই। একজন অভিনেতা হিসেবে বলছি, চরিত্রকে কীভাবে আত্মস্থ করতে হয়, সেটা আপনার অভিনয় দেখলে বোঝা যায়। আপনার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ অভিনয়জীবন কামনা করছি।’ এই অভিনয়শিল্পী ঈশিতাকে অভিনয়ে ফেরার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন ঈশিতা। আপনাকে স্ক্রিনে খুব মিস করি! অভিনয়টা চালিয়ে গেলেই পারতেন! আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি!’
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবু ভাই। একজন অভিনেতা হিসেবে বলছি, চরিত্রকে কীভাবে আত্মস্থ করতে হয়, সেটা আপনার অভিনয় দেখলে বোঝা যায়। আপনার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ অভিনয়জীবন কামনা করছি।’ এই অভিনয়শিল্পী ঈশিতাকে অভিনয়ে ফেরার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন ঈশিতা। আপনাকে স্ক্রিনে খুব মিস করি! অভিনয়টা চালিয়ে গেলেই পারতেন! আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি!’
তানভীন সুইটি লিখেছেন, ‘শুভ জন্মদিন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই এবং মোশাররফ করিম।’
ফারিয়া শাহরিন লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পছন্দের সহশিল্পী মোশাররফ করিম।’
রুনা খান লিখেছেন, ‘একই দিনে তিনজন সুন্দর মানুষ, তিনজন গুণী শিল্পীর জন্ম...কী দারুণ ব্যাপারটা...শুভ জন্মদিন...ভালোবাসা’
সংগীতশিল্পী ভাই বাদশা বুলবুল তাঁর বোন ডলি সায়ন্তিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ডল। সেই ছোট্ট বেলায় গুনগুন করে গান করত, কেউ যদি বলত, একটা গান শোনাও? বলত, পরে শোনাব। আজ পৃথিবীজুড়ে সব মানুষ শুনছে তার গান। আরও উপহার দেবে নতুন নতুন গান। এই দোয়া সব সময়।’
তরুণ অভিনয়শিল্পী সৈয়দ জামান শাওন ‘নডরাই’খ্যাত অভিনয়শিল্পী সুনেরাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে দোস্ত। দিনটি বারবার ফিরে আসুক।’
ঈশিতাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভিনয়শিল্পী বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘হোপ ইয়োর স্পেশাল ডে ব্রিংস ইউ অল দ্যাট ইয়োর হার্টস ডিজায়ার্স অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট দ্যাট লাইফ হ্যাজ টু অফার। হ্যাপি বার্থ ডে লক্ষ্মী মেয়ে ঈশিতা। অনেক ভালোবাসা।’
অভিনয়শিল্পী মোস্তফা মনোয়ার এই ছবি পোস্ট করে সুনেরাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।