ছেলের সঙ্গে ছবি শেয়ার করে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বুবলী

আজ মহান বিজয় দিবস। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আজ এই বিজয় দিবস। বিজয় দিবসে সবার মতো বিনোদন অঙ্গনের সঙ্গে জড়িত অনেকে জানাচ্ছেন বিজয়ের শুভেচ্ছা। দেখে নেওয়া যাক তাঁরা কে কী বলছেন।
চিত্রনায়ক শাকিব খান একটা পোস্টার শেয়ার করে লেখেন— বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্বের মানচিত্রে লাল–সবুজের পতাকার অভ্যুদয় ঘটায় বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
চিত্রনায়ক শাকিব খান একটা পোস্টার শেয়ার করে লেখেন— বিজয় অর্জনে আমরা গর্বিত এক জাতি। বিশ্বের মানচিত্রে লাল–সবুজের পতাকার অভ্যুদয় ঘটায় বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বিদ্যা সিনহা মিম লেখেন—দেখতে দেখতে ’৭১–এর ৫১ হয়ে গেল! বিজয়ের ৫১... বাংলাদেশের ৫১...। এক অন্য ধরনের গৌরবগাথা লেখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়... দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কে আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দী করে রেখেছি! আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়! বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানব আর দেশপ্রেমে...। আসুন, দেশটাকে সবাই ভালোবাসি, আরও বেশি... দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি... দেখতে দেখতে ’৭১–এর আজ ৫১, আসুন দাঁড়াই একে অন্যের জন্য।
ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী লেখেন—আমার শক্তি, আমার গর্ব আমার দেশ, বাংলাদেশ
ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে ছবি শেয়ার করে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা বুবলী
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। আজ রাত আটটায় হাতিরঝিলে অনুষ্ঠিত বিজয় দিবস কনসার্টে গান গাইবেন এই কণ্ঠশিল্পী
ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নুর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন—আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পোস্টে ব্যবহার করেন বাংলাদেশের পতাকার ইমোজি
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা স্যালুট দেওয়া ছবি শেয়ার করে লেখেন—আমার দেশের আজ ৫১ বছর, আমার দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা…