কৃতীদের সঙ্গে গানে ও কথায়

ফ্যান্টাসি কিংডমে দুই দিন ধরে এসএসসি পরীক্ষায় ঢাকা বিভাগের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিখো ও প্রথম আলো। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবারও ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। তারপর কথা ও গানে নবীন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের দিনভর মাতিয়ে রাখেন তারকারা।
চঞ্চল চৌধুরী ও জেফারকে নিয়ে চরকির জন্য পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘মনোগামী’ নামের একটি ওয়েব ফিল্ম। ফারুকী তাঁর দুই অভিনয়শিল্পীকে নিয়ে গতকাল মঙ্গলবার এসেছিলেন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনে। চরকির আয়োজনে গিয়ে ফারুকী জানান, ‘মনোগামী’ ওরফে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ প্রমোশনাল ট্যুর শুরু হলো। রিলিজ কবে? চরকি ভাইবোনেরা দ্রুত জানাবে নিশ্চয়ই।
ছবি : দিপু মালাকার
সংবর্ধনা অনুষ্ঠানে আগত মেধাবীদের সামনে অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী গেয়ে শোনালেন ‘সাদা সাদা কালা কালা’ গানের খানিকটা। আর জেফার রহমান গাইলেন ‘ঝুমকা’ গানটি। এরপর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন তিনি।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনে দ্বিতীয় দিনের পরিবেশনায়ও ছিল ব্যান্ড জলের গান। ‘বৃষ্টি পড়ে টাপুর-টুপুর’ দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে দলটি। এরপর একে একে তারা গেয়ে শোনায় ‘রঙের গান’, ‘এমন যদি হতো’ ও ‘বকুল ফুল বকুল ফুল’। জলের গানের পরিবেশনায় শিক্ষার্থীরাও মেতে ওঠে।
গান আর অভিনয়—দুটোই করছেন প্রীতম হাসান। তিনিও এসেছিলেন মেধাবীদের গান শোনাতে। কোক স্টুডিও বাংলায় তাঁর গাওয়া ‘দেওরা’ গানটি গেয়ে শোনান। এর বাইরে আরও কয়েকটি গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাশিল্পী আনিসুল হক শিক্ষার্থীদের মুখস্থ, মিথ্যা ও মাদককে ‘না’ বলতে অঙ্গীকার করান। তিনি বলেন, দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সে কারণে তরুণ শিক্ষার্থীদের মনুষ্যত্ব জাগাতে হবে। তিনি অভিভাবকদের বাড়িতে কিশোর আলো রাখতে অনুরোধ করেন।
ব্যান্ড জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ তাঁর পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। আগত মেধাবীদের সঙ্গে হাত মেলানোর মুহূর্তে এভাবেই ধরা দেন ক্যামেরায়।