‘সাইলো’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন। আইএমডিবি
‘সাইলো’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন। আইএমডিবি

নতুন এই ৫ সিনেমা-সিরিজ দেখেছেন কি

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘হার্ড নর্থ’
ধরন: ডকু সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
কানাডার দুর্গম অঞ্চলে হাজির হন একদল তরুণ অভিযাত্রী। প্রতিকূল পরিবেশে তাঁদের চারটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। থাকা–খাওয়ার ব্যবস্থাও নিজেদের করতে হবে।

এমন গল্প নিয়ে এই শো নির্মাণ করেছেন পল কিলব্যাক। পর্দায় দেখা যাবে বিলি রিওক্স, ম্যাটি ক্লার্ক প্রমুখকে।

‘প্যারাসুট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
ছেলেমেয়েদের প্রতি একটু বেশিই কঠোর শানমুগাম। সন্তানদের সব সময় চোখে চোখে রাখেন। একদিন মওকা পেয়ে দুই সন্তান বেরিয়ে যায়, আর তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের ভাগ্যে আসলে কী ঘটেছে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ড্রামা-থ্রিলার সিরিজ। রাসু রাঞ্জিথ পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন কৃষ্ণ, কানি থিরু, কিশোর প্রমুখ।

‘সাইলো ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
গত বছর মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এই সায়েন্স ফিকশন ডিস্টোপিয়ান ড্রামা সিরিজ। ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব। গত বুধবার এসেছে তৃতীয় পর্ব। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এ মৌসুমের আরও সাতটি পর্ব মুক্তি পাবে। গ্রাহাম ইয়োস্ট পরিচালিত এ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন।