‘পয়জন’ সিনেমার দৃশ্যে তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর
‘পয়জন’ সিনেমার দৃশ্যে তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর

‘এই ফিল্মের চরিত্রের সঙ্গে বাস্তবে কোনো নায়িকার মিল নেই’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে উঠে আসেন আলোচনায়। তবে এবার কাজ নিয়েই বেশি আলোচিত হচ্ছেন এই অভিনেত্রী। ওয়েব ফিল্ম ‘পয়জন’-এ নায়িকার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলছেন তিশা। যদিও খবর রয়েছে, শিগগিরই বড় পর্দায় আসছেন তানজিন তিশা। সেই আভাস দিয়েছেন তিশা নিজেই।
ওয়েব ফিল্ম ‘পয়জন’–এর পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমায় নায়িকা রূপা মির্জা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। ১০ জুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি। এই ফিল্মের প্রিমিয়ার শোতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘বড় পর্দায় নিজেকে দেখে ভালো লেগেছে। আমি যেহেতু নাটকের মেয়ে, সেহেতু নায়িকা চরিত্র করতে গিয়ে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। তবে এই ফিল্মের চরিত্রের সঙ্গে বাস্তবে কোনো নায়িকার মিল নেই। সে কারণে দয়া করে আপনারা এই ভুলভ্রান্তিতে থাকবেন না।’

ওয়েব ফিল্ম প্রসঙ্গে তিশা আরও বলেন, ‘অতিরিক্ত সবকিছুই পয়জন। সেটাই দেখানো হয়েছে এই ফিল্মে। গল্পে টুইস্ট আছে, থ্রিল আছে। এবার আমার নাটক দেখতে পাবেন চার থেকে পাঁচটা, শুধু পয়জনের জন্য। আমি আসলে পুরোদমে চেষ্টা করেছি পয়জনে সময় দেওয়ার। এটা আমার ক্যারিয়ারের ব্যতিক্রমী কাজ।’

চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা; যিনি নায়িকা রুপা মির্জার চরিত্রে হাজির হয়েছেন

‘পয়জন’ ওয়েব ফিল্মে সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে এখনো বড় পর্দায় নাম লেখাতে পারেননি তিশা। অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই তিনি সিনেমায় থিতু হবেন। তেমনটি জানালেন তিশা নিজেও। অভিনেত্রী বলেন, ‘সিনেমা তো শিল্পীদের বড় মাধ্যম। এই মাধ্যমের ওপরে আর কোনো মাধ্যম নেই শিল্পীদের জন্য। সবাই চায় আমি সিনেমা করি। আশা করছি, খুব দ্রুতই দর্শকদের সামনে সিনেমা উপস্থাপন করতে পারব।’

তানজিন তিশা