মার্ভেলের দুনিয়ায় পা রাখলেন বলিউডের নবাব দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাঁরা মার্ভেল ইউনিভার্সের সুপারহিরো হিসেবে আসতে চলেছেন। তবে সশরীর অভিনয় নয়, কণ্ঠ অভিনয় দিয়ে এই তারকা দম্পতি মার্ভেল সাম্রাজ্যে ঝড় তুলতে চলেছেন।
স্টিমিং প্ল্যাটফর্ম অডিবেল এই প্রথম মার্ভেলস ওয়েস্টল্যান্ডার্স সিরিজকে সম্পূর্ণ ভারতীয় আবহে আনতে চলেছে। হিন্দি দর্শকদের কথা মাথায় রেখে এই নতুন পদক্ষেপ নিল তারা। হিন্দি অডিবেল অরিজিনাল পডকাস্ট সিরিজে এবার মার্ভেলের সুপারহিরোদের চরিত্রে প্রিয় বিটাউন তারকাদের গলা শোনা যাবে। মার্ভেল ইউনিভার্সের সুপারহিরোদের নেপথ্যে থাকবেন কারিনা, সাইফ, শারদ কেলকর, মাসাবা গুপ্তা, প্রযুক্তা কোলি, মিথিলা পালকর, জয়দীপ আহলাওয়াত, ব্রজেশ হিরজেসহ আরও অনেকের কণ্ঠ।
গতকাল মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্ভেল ইউনিভার্সের এই সব বিটাউন তারকা। বলিউডের বেবো অর্থাৎ কারিনাকে এই সিরিজে মার্ভেল সুপারহিরো ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে দেখা যাবে। কারিনা তাঁর এই নতুন ভ্রমণ নিয়ে দারুণ রোমাঞ্চিত। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘চরিত্রটা দুর্দান্ত। এই বিশালাকার সিরিজের অংশ হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটা মার্ভেলের প্রথম অডিবল হিন্দি সিরিজ।
আমার চরিত্রটা প্রথমবার পড়েই আমি এর সঙ্গে নিজেকে সসম্পূর্ণ সংযুক্ত করতে পেরেছিলাম। আর তাদের বলেছিলাম যে আমি জানি, আপনারা কী চান। ব্ল্যাক উইডো অত্যন্ত শক্তিশালী, অকুতোভয়, বুদ্ধিমতী। আশা করি, আমি আমার কণ্ঠ দিয়ে এই আইকনিক চরিত্রে এক অন্য মাত্রা যোগ করতে পেরেছি।’
এদিকে সাইফ মার্ভেল ইউনিভার্সের সুপারহিরো ‘স্টার লর্ড’ ওরফে পিটার কুইলের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এই আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে কারিনার মতো সাইফও অত্যন্ত উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আইকনিক চরিত্রকে আমি আমার কণ্ঠের মাধ্যমে জীবন্ত করেছি। আর এটা অত্যন্ত মজার অভিজ্ঞতা ছিল।’ এই আসরে কারিনা, সাইফ, শারদ কেলকর ও জয়দীপ আহলাওয়াত নিজেদের চরিত্রগুলো পাঠ করে শুনিয়েছিলেন।
‘মার্ভেলস ওয়েস্টল্যান্ডার্স: স্টার লর্ড’ অডিও স্টিমিং প্ল্যাটফর্ম অডিবলে ২৮ জুন মুক্তি পাবে। তাই হিন্দিভাষীরা এবার নিজের ভাষায় মার্ভেল ইউনিভার্সের স্বাদ নিতে পারবেন।