বিশ্বের কোন সিরিজগুলো বেশি দেখছেন দর্শক

সংখ্যা জানা না গেলেও বাংলাদেশ থেকে প্রচুর দর্শক নিয়মিত নেটফ্লিক্সের সিনেমা–সিরিজ দেখছেন। দর্শকদের এই আগ্রহ থেকে নিয়মিত বাংলাদেশের দর্শকেরা কোনো কাজগুলো বেশি দেখছেন, তার একটি তালিকা তৈরি করে নেটফ্লিক্স। গতকাল শনিবার পর্যন্ত গত সপ্তাহে বাংলাদেশ থেকে কোনো সিরিজগুলো বেশি দেখেছেন দর্শকেরা, এক নজরে তা দেখে নিতে পারেন।
১১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় ‘কিলার স্যুপ’। ব্ল্যাক কমেডি ও ক্রাইম জনরার এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, কঙ্কণা সেন শর্মা। এ সিরিজই বাংলাদেশের দর্শক বেশি দেখছেন।
ছবি: আইএমডিবি
‘আমেরিকান নাইটমেয়ার’ মিনি সিরিজ মন জয় করেছে অনেক দর্শকের। এ সিরিজও বাংলাদেশ থেকে সর্বাধিক দেখার তালিকায় দুই নম্বরে রয়েছে। সিরিজটির আইএমডিবি রেটিং ৭.৭।
‘মানি হাইস্ট’ সিরিজের প্রিকুয়েল ‘মানি হাইস্ট: বার্লিন’ গত বছর মুক্তি পায়। থ্রিলার এ সিরিজের আইএমডিবি রেটিং ৭.১। সিরিজটি দেখার তালিকায় তিন নম্বরে রয়েছে। ছবি: আইএমডিবি
কোরিয়ান সিরিজ ‘মাই ডেমন’ দেশ থেকে দেখার তালিকায় ৪ নম্বরে রয়েছে। কমেডি ড্রামা ও ফ্যান্টাসি সিরিজটি দেখার তালিকায় ৫ নম্বরে রয়েছে। এর আইএমডিবি রেটিং ৮।
ডিসেম্বরের শুরুতে মুক্তি পায় ভারতের ভূপালের গ্যাস দুর্ঘটনা নিয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’। সিরিজটি এখনো অনেক দর্শক দেখছেন। আইএমডিবি রেটিংয়েও (৮.৫) এগিয়ে রয়েছে সিনেমাটি। নেটফ্লিক্সে বাংলাদেশের দর্শকদের দেখার তালিকায় শীর্ষ ৫ নম্বরে রয়েছে এটি।