অদৃশ্যতে প্রথমবার জুটি হয়েছেন অপি করিম ও মাহফুজ আহমেদ
অদৃশ্যতে প্রথমবার জুটি হয়েছেন অপি করিম ও মাহফুজ আহমেদ

‘অদৃশ্য’ সিরিজে প্রথমের ছড়াছড়ি

হইচইয়ের ওয়েব সিরিজ অদৃশ্য—এ প্রথমের ছড়াছড়ি। মাহফুজ আহমেদ ও অপি করিম জুটির প্রথম ওয়েব সিরিজ; নির্মাতা শাফায়েত মনসুর রানারও প্রথম। মাহফুজের প্রথম; মাহফুজ ও অপির সঙ্গে রানার প্রথম নির্মাণ।
বহু প্রথমের জন্ম দিয়ে গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অদৃশ্য। সিরিজটি প্রযোজনা করছে আলফা-আই। সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে শম্পা রেজা, আহমেদ রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়মের সঙ্গেও প্রথমবার পাওয়া গেল রানাকে।
পরিচালনার পাশাপাশি সিরিজের গল্প ও চিত্রনাট্যও রানার। আমাদের সমাজ বিজ্ঞান নির্মাতা রানার নির্মাণে বরাবরই সময়ের ছাপ থাকে। রাজনৈতিক ড্রামা ও থ্রিলার ঘরানার সিরিজ অদৃশ্য–এও এই সময়ের গল্পই বলেছেন রানা।

অদৃশ্যতে প্রথমবার জুটি হয়েছেন অপি করিম ও মাহফুজ আহমেদ

উচ্চতর শিক্ষা গ্রহণে এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন রানা, সিরিজের দৃশ্যধারণের পরপরই উড়াল দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে রানা বলেন, ‘এটা আমাদের সবার জীবনের গল্প। অনেকেই বলে, আমি রাজনীতি করি না। আসলে রাজনীতির বাইরে কোনো কিছুই নেই।’
তবে সিরিজটি শুধু রাজনীতিনির্ভর নয়, এতে রাজনীতিকে ‘টুল’ হিসেবে ব্যবহার করেছেন নির্মাতা। সিরিজটি দেখে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশংসা করেছেন। আরও বছর দুয়েক আগেই ওটিটিতে রানার আত্মপ্রকাশের কথা ছিল, তবে করেননি। অদৃশ্য–এর মতো গল্প বলার জন্য অপেক্ষা করেছেন। রানার ভাষ্যে, ‘সেটা না বানালেও কোনো ক্ষতি ছিল না বলে সেটি বানাইনি। অদৃশ্য বানানো দরকার ছিল। আমি পুরোপুরি বিশ্বাস করে বানাচ্ছি কি না—সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে, সামনে আরও ভালো আসতে পারে।’

নির্মাতা শাফায়েত মনসুর রানা

সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও অপি করিম; একসময়ের আলোচিত জুটিকে প্রায় বছর পাঁচেক পর একসঙ্গে পাওয়া গেল। রানা বলেন, ‘কোনো শিল্পীকে ভেবে চরিত্র লিখিনি। লেখার পর চরিত্র ধরে শিল্পী খুঁজেছি। চরিত্র ধরেই তাঁদের নিয়েছি।’
আনিস আহমেদ নামের একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদকে নিয়ে সিরিজের গল্প আবর্তিত হয়েছে। হঠাৎ একদিন তিনি একটি পরিত্যক্ত ঘরে বন্দী অবস্থায় আবিষ্কার করেন। কে, কেন তাঁকে বন্দী করেছে—তার কূলকিনারা করতে পারেন না আনিস আহমেদ। আনিস আহমেদ চরিত্রের অভিনেতা মাহফুজ বলেন, ‘এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মনের বিরুদ্ধেও লড়াই করতে হয়—সেই বিষয়টিই রয়েছে সিরিজে।’

আনিসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপি করিম। এর আগে হইচইয়ের ঢাকা মেট্রো সিরিজে দেখা গেছে অপিকে। তিনি বলেন, ‘এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাঁদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। আমি আশা করছি, দর্শকেরা শেষ পর্যন্ত সিরিজটি উপভোগ করবেন।’
এতে তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, সুমন আনোয়ার, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেকে অভিনয় করছেন।