চরকি অ্যাওয়ার্ড

কারা পাচ্ছেন চলচ্চিত্র বিভাগের পুরস্কার

দর্শকেরা অপেক্ষায়, চলচ্চিত্র বিভাগে কারা পাচ্ছেন পুরস্কার। সব জল্পনার শেষ হবে আজ সন্ধ্যায়
দর্শকেরা অপেক্ষায়, চলচ্চিত্র বিভাগে কারা পাচ্ছেন পুরস্কার। সব জল্পনার শেষ হবে আজ সন্ধ্যায়

এ বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে আজ শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসবে এ আয়োজনের প্রথম আসর। সেখানেই দেওয়া হবে পুরস্কার। আজকের চরকি কার্নিভ্যালে সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হবে এ পুরস্কার।

চরকির এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৫ মাসে প্রচারিত নিজস্ব সব অরিজিনাল কনটেন্ট ও সংশ্লিষ্ট কলাকুশলীকে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। চরকি জানিয়েছে, মূলত তাদের সঙ্গে এ পর্যন্ত যেসব পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী কাজ করেছেন, তাঁদের আরও বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দিতেই এ আয়োজন।


এ উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভোটপ্রক্রিয়া। ৯টি বিভাগে দর্শক তাঁদের বিবেচনায় সেরা শিল্পী, পরিচালক ও কলাকুশলীর ভোট দিয়েছেন। চরকির নিজস্ব ডেটাবেইজ, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের মতামত, কনটেন্ট বিশ্লেষণ, জুরি সদস্যের নম্বর ও দর্শকের ভোট—সব বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি বিভাগে সেরার লড়াইয়ে আপাতত পাঁচজন করে লড়বেন। দর্শকেরা অপেক্ষায়, চলচ্চিত্র বিভাগে কারা পাচ্ছেন পুরস্কার। সব জল্পনার শেষ হবে আজ সন্ধ্যায়।

একনজরে দেখে নেওয়া যাক চলচ্চিত্র বিভাগে মনোনয়নপ্রাপ্তদের তালিকা


সেরা সিনেমা: খাঁচার ভেতর অচিন পাখি, টান, নেটওয়ার্কের বাইরে, মুন্সিগিরি, রেডরাম
সেরা অভিনেতা (নারী) : তমা মির্জা (খাঁচার ভেতর অচিন পাখি), তাসনিয়া ফারিণ (নিশ্বাস), বুবলী (টান), মেহজাবীন চৌধুরী (রেডরাম), সাফা কবির (নিশ্বাস/হ্যাপি বার্থডে)

সেরা অভিনেতা (পুরুষ) : আফরান নিশো (রেডরাম), চঞ্চল চৌধুরী (মুন্সিগিরি), ফজলুর রহমান বাবু (খাঁচার ভেতর অচিন পাখি), শরিফুল রাজ (নেটওয়ার্কের বাইরে), সিয়াম আহামেদ (টান)

সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) : ইয়াশ রোহান (নেটওয়ার্কের বাইরে), জাহিদ হাসান (এই মুহূর্তে: কল্পনা), নাজিয়া হক অর্ষা (নেটওয়ার্কের বাইরে), শরীফ সিরাজ (ইউটিউমার), সুমন আনোয়ার (খাঁচার ভেতর অচিন পাখি/৭ নাম্বার ফ্লোর)


সেরা পরিচালক: আবরার আতহার (আধখানা ভালো ছেলে, আধা মস্তান), ভিকি জাহেদ (রেডরাম), মেজবাউর রহমান সুমন (এই মুহূর্তে: কোথায় পালাবে বলো রূপবান), মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে), রায়হান রাফী (খাঁচার ভেতর অচিন পাখি)


সেরা গল্প ও চিত্রনাট্য: ইমরাউল রাফাত, মেহেদী হাসান (তিথির অসুখ), নাজিম-উদ-দৌলা, রায়হান রাফি, সিদ্দিক আহমেদ (খাঁচার ভেতর অচিন পাখি), যোবায়েদ আহসান এবং মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে), সিদ্দিক আহামেদ, রায়হান রাফী (টান), হাসান আজিজুল হক, গিয়াস উদ্দিন সেলিম (গুণিন)