শীতের সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তন চলচ্চিত্রপ্রেমী তরুণ-তরুণীর পদচারণে মুখর হয়ে ওঠে। এদিন চরকির উদ্যোগে ‘গুটি’ সিরিজের দুটি বিশেষ পর্বের প্রদর্শনী হয়। দর্শকের সঙ্গে বসে পর্ব দুটি উপভোগ করেন এই সিরিজের অভিনেত্রী আজমেরী হক বাঁধন, মৌসুমী হামিদ, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, পরিচালক শঙ্খ দাস গুপ্ত, এ ফর অ্যাকশনের রাসেল মাহমুদ ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।
‘গুটি’র অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের অভিজ্ঞতার গল্প এবং সিরিজের দুটি পর্ব দেখে মুগ্ধ কুমিল্লার চলচ্চিত্রপ্রেমীরা। এই সিরিজের শুটিং কুমিল্লায় হওয়ায় আগত দর্শকের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। আয়োজকেরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিরিজের অভিনেতা ও অভিনেত্রীরা। তাঁরা শহর কুমিল্লার প্রশংসা করেন, একই সঙ্গে শুটিংয়ের সময়ের নানা ধরনের মজার স্মৃতি সবার কাছে বর্ণনা করেন।
পরিচালক শঙ্খ দাসগুপ্ত বলেন, ‘কুমিল্লার আলো–বাতাস আমাকে মুগ্ধ করে। ঢাকার কাছের অতি প্রিয় মফস্সল শহর কুমিল্লা। কৈশোরে এখানে ছিলাম। সেই স্পটগুলো নিয়ে সিরিজটি করি।’ জয় বলেন, ‘কুমিল্লা সদর হাসপাতালে আমার জন্ম। এই শহর আমাকে টানে। তাই বারবার ছুটে আসি।’ অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে আমাদের শুটিং হয়েছে। এর বাইরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে। মজার সব স্মৃতি এখানে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, গুটি সাত পর্বের ওয়েব সিরিজ, এখানে দুটি পর্ব দেখার সুযোগ রয়েছে। আপনারা ভিন্নভাবে এখানে ছবি দেখছেন। ছবি চলছে, অভিনেতা–অভিনেত্রীরাও আছে, এটি দারুণ ব্যাপার।
কুমিল্লায় ওয়েব সিরিজ ‘গুটি’র দুই পর্বের বিশেষ প্রদর্শনী দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। দেখা শেষে ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, “‘গুটি” অসাধারণ সিরিজ। দেখে ভালো লাগল।’ অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক বলেন, দারুণ সিরিজ ‘গুটি’। ভিন্ন আঙ্গিকে তৈরি। ভালো লেগেছে।