মেজবাউর রহমান সুমনের বহুল প্রশংসিত ও ব্যবসাসফল এই ছবি এবার মুক্তি পেয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে
মেজবাউর রহমান সুমনের বহুল প্রশংসিত ও ব্যবসাসফল এই ছবি এবার মুক্তি পেয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে

সনি লিভে ‘হাওয়া’, ওটিটিতে এ সপ্তাহে আর কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

হাওয়া
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
প্রেক্ষাগৃহে হাওয়া মুক্তি পেয়েছিল গত বছরের ২৯ জুলাই। মেজবাউর রহমান সুমনের বহুল প্রশংসিত ও ব্যবসাসফল এই ছবি এবার মুক্তি পেয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া আছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল প্রমুখ।

ব্লাইন্ড
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
স্কটল্যান্ডে ভয়ংকর এক বিপদে জড়িয়ে পড়ে দৃষ্টিপ্রতিবন্ধী এক তরুণী। সে কি এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারবে?

সুজয় ঘোষ প্রযোজিত ছবিটির পরিচালক শোম মাকিজা

সুজয় ঘোষ প্রযোজিত ছবিটির পরিচালক শোম মাকিজা। ২০১১ সালে মুক্তি পাওয়া একই নামের কোরীয় ছবির হিন্দি রিমেক এটি। থ্রিলারটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর।

দ্য হরর অব ডোলোরেস রোচ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ব্ল্যাক কমেডি হরর ঘরানার সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাস্টিনা মাচাদো। ১৬ বছর কারাভোগের পর ছাড়া পায় ডোলোরেস রোচ। মুক্তি পাওয়ার পরও তার শান্তির জীবনের স্বপ্নপূরণ হয় না, শুরু হয় নতুন উৎপাত। আট পর্বের সিরিজটির নির্মাতা অ্যারন মাস্ক।

দ্য লিঙ্কন লইয়ার টু
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
লিগ্যাল ড্রামা সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম পর্ব মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার। আগামী ৩ আগস্ট থেকে পরের পর্বগুলো দেখা যাবে। ডেভিড ই কেলির সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মানুয়েল গার্সিয়া-রাফলো।

সংকল্প রেড্ডির থ্রিলার ছবিটি গত ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়

আইবি ৭১
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
১৯৭১ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে আসে একটি গোপন নথি—পাকিস্তান ও চীন মিলে ভারতকে আক্রমণ করবে। আক্রমণ থামাতে শুরু হয় ভারতীয় বাহিনীর তৎপরতা।

এমন গল্প নিয়ে সংকল্প রেড্ডির থ্রিলার ছবিটি গত ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার মুক্তি পেয়েছে ওটিটিতে। ছবিতে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল, অনুপম খের প্রমুখ।

ভারতীয় রাঁধুনি, খাবারবিষয়ক লেখক ও সঞ্চালক তরলা দালালের জীবন অবলম্বনে তরলাসিনেমাটি তৈরি করেছেন পীযূষ গুপ্ত

তরলা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
ভারতীয় রাঁধুনি, খাবারবিষয়ক লেখক ও সঞ্চালক তরলা দালালের জীবন অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন পীযূষ গুপ্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। এ ছাড়া আছেন শারিব হাশমি, রাজীব পান্ডে, পুর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখ।