কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’–এর পোস্টার
ছবি : চরকির সৌজন্যে

দাগ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ১০ নভেম্বর
শহরের এক ডাস্টবিন থেকে ভেসে আসে নবজাতকের কান্নার আওয়াজ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন ওসি আলমগীর, বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনার মধ্যে অনেক নিঃসন্তান দম্পতি বাচ্চাটিকে নিতে আদালতে আবেদন করেন। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’, নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। অভিনয় করেছেন মোশাররফ করিম, আইশা খান, নিশাত প্রিয়ম।

‘দ্য বেঙ্গল স্ক্যাম: বিমা কাণ্ড’ পরিচালনা করেছেন ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’খ্যাত অভিরূপ ঘোষ

দ্য বেঙ্গল স্ক্যাম: বিমা কাণ্ড
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১১ নভেম্বর
বিমা কোম্পানির কথিত ষড়যন্ত্রে খুন হচ্ছে গ্রাহক। কিন্তু নেপথ্যের আসল ঘটনা কী? ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’খ্যাত অভিরূপ ঘোষের পরিচালনায় আট পর্বের থ্রিলার সিরিজটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সোনামনি সাহা, কিঞ্জল নন্দ। ছোট পর্দার জনপ্রিয় মুখ সোনমনির এই সিরিজ দিয়েই ওয়েবে অভিষেক হবে।

মুক্তি পেয়েছে আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’–এর পঞ্চম কিস্তি

দ্য ক্রাউন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৯ নভেম্বর
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকাল নিয়ে নির্মিত আলোচিত সিরিজ। এটির পঞ্চম কিস্তি মুক্তি পেয়েছে গত বুধবার। এবারের সিজনে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ ডেবিকি, ডায়ানার স্বামী চার্লসের ভূমিকায় অভিনয় করেছেন ডোমিনিক ওয়েস্ট।

‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ ২’–এ অভিষেক বচ্চনের পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে

ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ ২
ধরন: সিরিজ

স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৯ নভেম্বর
ক্রাইম থ্রিলার ড্রামা সিরিজ। প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে এবারের গল্প। দেখা যাবে পুনর্বাসন কেন্দ্র থেকে খুনি পালানোর পর আবারও কেসের দায়িত্ব এসে পড়ে পুলিশ কর্মকর্তা কবিরের কাছে। এবারের কিস্তিতে অভিষেক বচ্চনের পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে। অভিষেক ছাড়াও আছেন অমিত সাধ, নিত্যা মেনন।

রান্নার প্রতিযোগিতা ‘দ্য বিগ ব্রাঞ্চ’

দ্য বিগ ব্রাঞ্চ
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ১০ নভেম্বর
রান্নার প্রতিযোগিতা, যেখানে শেফদের লড়তে হয় সেরা ব্রাঞ্চ তৈরিতে। আট পর্বের টিভি শোটির নির্মাতা ড্যান লেভি। অংশ নিয়েছেন দশ প্রতিযোগী।

প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করার পর এবার ওটিটিতে মুক্তি পাবে মামুট্টি অভিনীত ‘রোরশাক’

রোরশাক
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১১ নভেম্বর
প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করার পর এবার ওটিটিতে মুক্তি পাবে মামুট্টি অভিনীত ছবিটি। সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক নিসাম বশির। ছবিটিতে আরও অভিনয় করেছেন সারফুদ্দিন, জগদীশ, গ্রেস অ্যান্টনি, আসীফ আলি।