‘ভাগ্য ভালো’তে মোশাররফ করিম। চরকির সৌজন্যে
‘ভাগ্য ভালো’তে মোশাররফ করিম। চরকির সৌজন্যে

রাতেই ভাগ্যগণনা করতে আসছেন মোশাররফ করিম

‘জ্যোতিষী নিজের ভাগ্য নিজে দেখেন না কেন?’ জ্যোতিষীদের নিয়ে বেশির ভাগ মানুষের কমন প্রশ্ন। ‘২ষ’-এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’-এর ট্রেলারে এর উত্তর দিয়েছেন জ্যোতিষী চরিত্রের অভিনেতা মোশাররফ করিম।  তাঁকে বলতে শোনা যায়, ‘নিজের ভাগ্য নিজে দেখা যায় না। মানা আছে।’ জ্যোতিষী চরিত্রকে উদ্দেশ্য করে আরেকটি সংলাপে শোনা যায়, ‘ভাগ্য নিয়া জুয়া খেলতাসশ’। ট্রেলারের সংলাপ ও দৃশ্যায়ন দর্শকমনে তৈরি করেছে প্রশ্ন ও কৌতূহল।

এসব প্রশ্নের উত্তর আর কৌতূহল মেটাতে আজ রাত ১২টায় আসছে চরকি অরিজিনাল ‘২ষ’-এর নতুন পর্ব ‘ভাগ্য ভালো’। এখানে অন্যের ভাগ্য গণনা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। হাতে আতশি কাচ নিয়ে মানুষের হাত দেখাই তার পেশা, সঙ্গে থাকে তার টিয়া পাখি। পরিচয় জানা নেই, সবাই তাকে জ্যোতিষী নামে চেনে। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা।

‘ভাগ্য ভালো’তে মোশাররফ করিম। চরকির সৌজন্যে

নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটির এই পর্ব গড়ে উঠেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ আছেন এ পর্বে। ‘২ষ’ নিয়ে নুহাশ আগেই জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে সমাজের কোন জিনিসগুলো মানুষ বেশি ভয় পায়? সেটা নিয়ে এ সিরিজে কাজ করার চেষ্টা করেছেন পরিচালক।

‘ভাগ্য ভালো’-এর শুটিংয়ের সময়ের একটি অভিজ্ঞতা জানাতে গিয়ে নুহাশ বলেন, ‘জুলাই-আগস্টের সময় আমরা এটার দৃশ্যধারণ করেছিলাম। হঠাৎ দেখি, দূরে একটা জায়গায় অনেক ধোঁয়া উঠছে এবং সেটা আমরা ফ্রেমেও রেখেছি।’

‘ভাগ্য ভালো’তে মোশাররফ করিম। চরকির সৌজন্যে

নুহাশ আরও বলেন, ‘ওই যে আমাদের বাস্তবজীবনের আতঙ্ক, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি। এ রকমই কিছু বিষয় নিয়ে “২ষ” সিরিজের গল্পগুলো। “ভাগ্য ভালো”তেও সে রকম একটা সাইকোলজিক্যাল হরর গল্প দর্শক খুঁজে পাবেন বলে আশা করছি।’
‘২ষ’ সিরিজে আছে চারটি গল্প, যার তিনটি নুহাশের সঙ্গে লিখেছেন তাঁর মা গুলতেকিন খান।

নুহাশ হুমায়ূনের পরিচালনায় প্রথমবার কাজ করলেন মোশাররফ করিম। গল্পের জন্যই কাজটি করেছেন বলে জানান মোশাররফ। তিনি বলেন, ‘গল্পটা শুনে আমার মনে হলো, কাজটি করতে হবে। একই সঙ্গে চ্যালেঞ্জও অনুভব করলাম। কারণ, কাজটার ঢং একটু আলাদা।’

কাজটি করে নুহাশ ও বোলাররা দুজনেই খুব খুশি। অভিনেতা বলেন, ‘আর্টের তো সীমা নেই। তারপরও কাজটা করে আমার পরিচালক খুশি, আমিও খুশি। আমার চরিত্রটা জ্যোতিষীর, সে বস্তিতে থাকে। রিপুর প্রভাবে সে এমন একটা কাজের দিকে এগিয়ে যায়, যা তার করা নিষেধ। গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

‘পেট কাটে পুরুষ’-এর দ্বিতীয় মৌসুম ‘২ষ’। এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’ এরই মধ্যে মুক্তি পেয়েছে চরকিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অন্তরা’ ও ‘বেসুরা’। নুহাশ জানান, অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছ ‘বেসুরা’তে।