প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
আই অ্যাম নট আ রোবট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির ২১ থেকে ২৪ পর্ব। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ার সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখছেন দর্শক। সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সু বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এ কনটেন্টের মূল আকর্ষণ।
হাস হাস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
এক রহস্যময় ঘটনার সাক্ষী চার বন্ধু। কিন্তু অনেক দিন ধরে গোপন রাখা সত্য কি তারা শেষ পর্যন্ত গোপন রাখতে পারবে? গল্পের মিল থাকায় সিরিজটিকে অনেকে তুলনা করছেন এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘বিগ লিটল লাইজ’-এর সঙ্গে। তনুজা চন্দ্রা পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন জুহি চাওলা, আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কর্মা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।
ডামার—মনস্টার: দ্য জেফরি ডামার স্টোরি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২১ সেপ্টেম্বর
কুখ্যাত ক্রমিক খুনি জেফরি ডামারের জীবন অবলম্বনে ওয়েব সিরিজ। ১০ পর্বের সিরিজটিতে মূলত ডামারের নিষ্ঠুরতার শিকার ব্যক্তিদের দৃষ্টিকোণ থেকে গল্প বলা হয়েছে। রায়ান মারফি ও আয়ান ব্রিনানের সিরজটিতে ডামারের চরিত্রে অভিনয় করেছেন ইভান পিটার্স।
থিরুচিত্রামবলাম
ধরন: সিনেমা
স্ট্রমিং: সান নেক্সট
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
তামিল রোমান্টিক কমেডিটি গত ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক ব্যবসাসফল হয়। মাত্র ১৩ দিনেই ১০০ কোটি রুপি আয় করে। আজ মুক্তি পাচ্ছে ওটিটিতে। মিত্ররান আর জাওয়াহার পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ধানুশ, নিত্যা মেনন, প্রিয়া ভবানী শঙ্কর।
বাবলি বাউন্সার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
পানশালা বা নাইট ক্লাবের নিরাপত্তারক্ষীরা বাউন্সার নামেই পরিচিত। মূলত পুরুষদেরই এ পেশায় দেখা যায়। কিন্তু বাবলি বাউন্সার হওয়ার চ্যালেঞ্জ নেয়। তারপর কী হয়, তা নিয়েই মধুর ভান্ডারকরের ছবিটি। প্রধান চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।
আতিথি ভুতো ভবা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
ছবিটির গল্প স্ট্যান্ডআপ কমেডিয়ান শ্রীকান্তকে নিয়ে। দিনকাল ভালোই কাটছিল তাঁর। তবে মুশকিল হয় যখন এক মাঝবয়সী ভূত হঠাৎ উদয় হয়। ভূতের দাবি, সে আগের জন্মে শ্রীকান্তের নাতি ছিল! রোমান্টিক কমেডি ছবিটির পরিচালক হার্দিক গাজার। অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রতীক গান্ধী, শারমিন শেগাল।