কোটা সংস্কার আন্দোলনের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’ মুক্তি স্থগিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। নির্মাতা ভিকি জাহেদের চলচ্চিত্রটি ১৮ জুলাই মুক্তির কথা ছিল।
গত শনিবার দুপুরে ওটিটি প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের গল্পটা এমন, কেশবপুর এলাকায় একের পর এক সেবিকা (নার্স) খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে; তা তুলে ধরা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেই ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। ইতিমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি। আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন রেডরাম, তিথিডোর, পুনর্জন্ম নির্মাতা ভিকি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকির তিথিডোর ও হাজত আলোচিত হয়েছে। এর আগে গত সোমবার তিনি প্রথম আলোকে বলেন, ‘এটিও একটি নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ারের শুরুতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলাম। অনেক দিন পর আবারও বানালাম।’
এতে দুই সেবিকার চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া। গত সোমবার ফারিণ প্রথম আলোকে জানান এ ধরনের চরিত্রে এবারই প্রথম পাওয়া যাবে তাঁকে। তিনি বলেছিলেন, ‘সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে।’
ভবিষ্যতে হইচইয়ের ওয়েব সিরিজ ‘মিথ্যাবাদী’ নির্মাণ করবেন ভিকি।