ঈদ উপলক্ষে দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোয় মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বিদেশি প্ল্যাটফর্মগুলোয় চলে এসেছে নতুন কনটেন্ট। দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মের উল্লেখযোগ্য সিরিজ, সিনেমা নিয়ে এই আয়োজন।
‘মারকিউলিস’, চরকি
গতকাল বুধবার মুক্তি পেয়েছে আবু শাহেদ ইমনের আট পর্বের সিরিজটি। থ্রিলার ধাঁচের গল্পটি এগিয়েছে এক তরুণীকে কেন্দ্র করে। ‘মারকিউলিস’ দিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। তারকাবহুল সিরিজটিতে সাবিলা ছাড়া আছেন গিয়াসউদ্দিন সেলিম, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম, মাজনুন মিজান, অশোক ব্যাপারী প্রমুখ। এ সময়ের আলোচিত সংগীত পরিচালক ইমন চৌধুরী সামলেছেন সংগীতের দায়িত্ব।
‘মিশন হান্টডাউন’, হইচই
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে এবার বানিয়েছেন ওয়েব সিরিজ। এবারও তাঁরা নির্মাণ করেছেন পুলিশি অ্যাকশন ধাঁচের কাজ। এটিএসের (অ্যান্টিটেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের গল্পের পাশাপাশি দেখানো হয় গ্রামের এক সাধারণ মেয়ে নীরার গল্প। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে নীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। তারা একসঙ্গে নীরার নিখোঁজ স্বামীকে খুঁজতে থাকে। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও বিদ্যা সিনহা মিম। এটিও মুক্তি পেয়েছে ঈদের আগের দিন।
‘রক্তজবা’, আইস্ক্রিন
‘কাঠবিড়ালি’ পরিচালক নিয়ামুল মুক্তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’। ‘রক্তজবা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ।
ছবিটিতে আরও আছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। এটি মুক্তি পেয়েছে গত মঙ্গলবার।
‘ইনফিনিটি ২’, বিঞ্জ
‘ইনফিনিটি’ মুক্তির তিন বছর পর আসছে সিরিজটির সিকুয়েল। মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে পরিচালক মেহেদি হাসিব জানিয়েছেন, প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয়টির গল্প সেখানেই শুরু হয়েছে। সিরিজটিতে রাজ ছাড়া আরও আছেন আবদুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন প্রমুখ। ট্রেলার মুক্তির পর খলচরিত্রে সজলের লুক বেশ পছন্দ করেছেন দর্শক। সিরিজটি মুক্তি পেয়েছে ২৮ জুন।
‘নিকষ’, দীপ্ত প্লে
২৬ জুন মুক্তি পেয়েছে রুবেল হাসানের প্রথম ওয়েব ফিল্ম ‘নিকষ’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও মাখনুন মাহিমা। ঢাকা ছাড়া সাতক্ষীরা, খুলনাসহ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলেও সিনেমাটির শুটিং হয়েছে।
‘হুলুস্থুল’, বঙ্গ
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান ওটিটিতে নিজের প্রথম সিরিজটি বানিয়েছেন কমেডি ঘরানার।
চারটি আলাদা জায়গার চারটি ভিন্ন চরিত্রের গল্প নিয়ে ‘হুলুস্থুল’, শেষ পর্যন্ত একবিন্দুতে এসে মিলিত হয় তারা। গতকাল মুক্তি পাওয়া ১৩ পর্বের সিরিজটি বিনা মূল্যে সিরিজটি দেখা যাচ্ছে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, আরমান ও নাদিয়া নদী।
‘মার্ডার নাইনটিজ’, আরটিভি প্লাস
৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে ওয়েব ফিল্ম। ছবিটিতে পুলিশি তদন্তের পাশাপাশি ওই সময়ের সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো তুলে আনা হয়েছে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, দীঘি, রুনা খান, সাজু খাদেম।
‘লাস্ট স্টোরিজ টু’, নেটফ্লিক্স
২০১৮ সালে মুক্তি পায় যৌনতার নানা দিক নিয়ে নির্মিত অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’, পাঁচ বছর পর আজ মুক্তি পেয়েছে দ্বিতীয়টি।
কঙ্গনা সেনশর্মা, আর বালকি, সুজয় ঘোষ, অমিত আর শর্মার চারটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, কাজল, বিজয় ভার্মা, তামান্না ভাটিয়া।
‘দ্য নাইট ম্যানেজার টু’, ডিজনি প্লাস হটস্টার
ব্রিটিশ মিনি সিরিজ অবলম্বনে একই নামের হিন্দি সিরিজটির দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছে আজ। সন্দীপ মোদি ও প্রিয়াঙ্কা ঘোষের সিরিজটিতে অভিনয় করেছেন অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, সবিতা ধুলিপালা।
‘জ্যাক রায়ান ৪’, অ্যামাজন প্রাইম ভিডিও
রাজনৈতিক অ্যাকশন থ্রিলার সিরিজটির চতুর্থ মৌসুমের প্রথম অংশ মুক্তি পাবে আজ।
সিরিজটির প্রধান চরিত্র ডক্টর জ্যাক রায়ান চরিত্রে আগের মতোই দেখা যাবে জন ক্রাসিনস্কিকে।
‘ভিমানাম’, জিফাইভ
প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি আসছে জনপ্রিয় এ দক্ষিণি ছবিটি। সন্তানের স্বপ্ন পূরণে এক পিতার মরিয়া চেষ্টার গল্প নিয়ে নির্মিত ছবিটি ওটিটিতে দেখা যাবে আগামীকাল থেকে। শিবা প্রসাদ ‘জানালা’র ছবিটিতে অভিনয় করেছেন সামুথিরাকানি, মীরা জেসমিনকে।