কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার দাপুটে খলনায়ক মিশা সওদাগর

‘যদি আমি বেঁচে ফিরি’
ধরন: লিমিটেড সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ২৯ সেপ্টেম্বর
বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে লিফটে আটকা পড়েছেন রবিউল আলম। অনেক কসরত করেও বেরোতে পারছেন না। তিনি কি বেঁচে ফিরতে পারবেন? জানতে হলে দেখতে হবে যদি আমি বেঁচে ফিরি। চরকির এই লিমিটেড সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। সিনেমার বাইরে এই প্রথম কোনো ওটিটি কনটেন্টে কাজ করলেন তিনি। সিরিজটিতে আরও আছেন বিজরী বরকতউল্লাহ ও দিলরুবা হোসেন।

‘বোধন’–এর পোস্টার

‘বোধন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ৩০ সেপ্টেম্বর
কলেজ শিক্ষিকা রাকা সেন। তার এক ছাত্রী ধর্ষণের শিকার হলে তার পাশে দাঁড়ায় রাকা। দুই নারীর এমন গল্প নিয়ে বানানো ওয়েব সিরিজটির পরিচালক অদিতি রায়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায় ও সন্দীপ্তা সেন।

২৮ সেপ্টেম্বর ‘ব্লন্ড’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে

‘ব্লন্ড’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৯ সেপ্টেম্বর
মেরিলিন মনরোর জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি চলতি বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। ছবিটিতে মনরোর চরিত্রে অভিনয় করেছেন আনা ডে আরমাস। অনেক সমালোচকই ছবিটিতে তাঁর পারফরম্যান্সকে ‘ক্যারিয়ার সেরা’ বলে আখ্যা দিয়েছেন। ছবিতে আরমাস ছাড়াও আছেন অড্রিয়েন ব্রডি। ব্লন্ড-এর অন্যতম প্রযোজক ব্র্যাড পিট।

কলকাতার প্রভাবশালী রায় পরিবারকে গল্প নিয়ে ‘কর্ম যুদ্ধ’

‘কর্ম যুদ্ধ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ৩০ সেপ্টেম্বর
কলকাতার প্রভাবশালী রায় পরিবারকে নিয়ে গল্প। রায় পরিবারের এক বিতর্কিত অতীত সামনে আসার পর তৈরি হয় নতুন সংকট। থ্রিলার সিরিজটির পরিচালক রবি অধিকারী। অভিনয় করেছেন পাওলি দাম, আশুতোষ রানা, সতীশ কৌশিক।

‘কোবরা’র একটি দৃশ্য

‘কোবরা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ২৮ সেপ্টেম্বর
গত ৩১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কোবরা’। আর অজয় নানামুথু পরিচালিত তামিল থ্রিলার ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম, রোশান ম্যাথু। এই ছবি দিয়েই অভিনয়ে অভিষেক হয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের।

‘বুলেট ট্রেন’–এর একটি দৃশ্য

‘বুলেট ট্রেন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি-ফাইভ
দিনক্ষণ: ৩০ সেপ্টেম্বর
ডেভিড লিচের ছবিটি গত আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালো ব্যবসা করে। জাপানি উপন্যাস মারিয়া বিটল্ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। আরও আছেন সান্ড্রা বুলক, জোয়ি কিং, অ্যারন টেইলর-জনসন, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা ও অ্যান্ড্রু কোজি। ছবিতে নিজের স্টান্টের ৯৬ শতাংশ নিজেই করেছেন ব্র্যাড পিট।