সংবাদ সম্মেলনে নির্মাতা হোয়াং দং-হিউক ও লি জুং-জায়ে। এএফপি
সংবাদ সম্মেলনে নির্মাতা হোয়াং দং-হিউক ও লি জুং-জায়ে। এএফপি

‘স্কুইড গেম ২’ নিয়ে সংবাদ সম্মেলনে এল কোরিয়ার রাজনীতি

২০২১ সালে মুক্তির পরই বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয় নেটফ্লিক্সের কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’। ২৬ ডিসেম্বর মুক্তি পাবে এর দ্বিতীয় ও শেষ মৌসুম। মুক্তির আগে গতকাল রোববার সিউলে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সিরিজের পাত্র–পাত্রীরা। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

দক্ষিণ কোরিয়ার সিউলে গতকাল হাজির হয়েছিলেন ‘স্কুইড গেম ২’-এর অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। এএফপি
সংবাদ সম্মেলনে কোরীয় অভিনেতা লি বাইয়ুং-হুন। এএফপি
হাজির হয়েছিলেন জনপ্রিয় কোরীয় তারকা পার্ক সুং-হুন। এএফপি
কোরীয় সিনেমা ও সিরিজের কল্যাণে লি জুং-জায়ে বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। এই কোরীয় তারকাও হাজির ছিলেন আয়োজনে। এএফপি
সংবাদ সম্মেলনে হাজির ছিলেন অভিনেত্রী জো ইউ-রি। এএফপি
‘স্কুইড গেম’ দিয়ে পাদপ্রদীপের আলোচনায় চলে আসেন নির্মাতা হোয়াং দং-হিউক। গতকালের আয়োজনে তিনি হাজির ছিলেন আয়োজনে। এএফপি
এদিন প্রচার অনুষ্ঠানের সেট ডিজাইন করা হয়েছিল সিরিজটির আদলে। এএফপি
‘স্কুইড গেম ২’ ছাড়াও সংবাদ সম্মেলনে উঠে আসে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা। এ প্রসঙ্গে নির্মাতা হোয়াং দং-হিউক দেশটির প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে দায়িত্বশীল আচরণের আহ্বান করেন। এএফপি