‘আইসি৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজের পোস্টার থেকে। আইএমডিবি
‘আইসি৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজের পোস্টার থেকে। আইএমডিবি

৫ কারণে বিমান ছিনতাই নিয়ে নির্মিত সিরিজটি নিয়ে এত আলোচনা

চলতি বছর বেশ কয়েকটি ভারতীয় সিরিজ নিয়ে আলোচনা হয়েছে। তবে গত বৃহস্পতিবার রাতে মুক্তির পর ‘আইসি৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ নিয়ে আলোচনা যেন আগের সব সিরিজকে ছাপিয়ে গেছে। কিন্তু সিরিজটি নিয়ে কেন এত আলোচনা? জেনে নেওয়া যাক সম্ভাব্য ৫ কারণ-

সত্য ঘটনার আবেদন
ছয় পর্বের ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে ১৯৯৯ সালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে। সেই সময়ে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমান কাঠমান্ডু থেকে উড্ডয়নের পর ছিনতাই হয়।

সিরিজের একটি দৃশ্যে বিজয় ভার্মা। নেটফ্লিক্স
সিরিজের একটি দৃশ্যে বিজয় ভার্মা। নেটফ্লিক্স

সেই ঘটনা নিয়ে ভারত তো বটেই, পুরো উপমহাদেশেই তোলপাড় শুরু হয়েছিল। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটি তাই দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা।

টান টান চিত্রনাট্য
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ নিয়ে যেমন মানুষের আগ্রহ থাকে, তেমনই নির্মাতাদের চ্যালেঞ্জও থাকে বেশি। কারণ, জানা ঘটনা যথেষ্ট টান টানভাবে উপস্থাপন করা না গেলে প্রচেষ্টা মাঠে মারা যাওয়ার শঙ্কা থাকে।

সিরিজের একটি দৃশ্যে নাসিরুদ্দিন শাহ। নেটফ্লিক্স

কিন্তু এ সিরিজের ক্ষেত্রে নির্মাতা অনুভব সিনহা চ্যালেঞ্জে উতরে গেছেন। তিনি যেভাবে তথ্যচিত্রের স্টাইলে টান টান ফিকশন তৈরি করেছেন, সেটা তারিফ করার মতোই।

দুর্দান্ত অভিনয়
নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অরবিন্দ স্বামী, মনোজ পাওয়া, কুমুদ মিশ্র, দিবেন্দু ভট্টাচার্য থেকে দিয়া মির্জা—সিরিজের পাত্র–পাত্রীদের নাম শুনেই লোভ লাগার কথা। এক সিরিজে এমন বাঘা বাঘা অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দেখার জন্যই কেবল ‘আইসি৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ দেখা যায়। পর্দাতেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন তাঁরা। বেশির ভাগ সমালোচকের মত-সুঅভিনেতাদের এমন ‘সমাবেশ’ আর কোনো ভারতীয় সিরিজে দেখা যায়নি। কেবল তাঁরাই নন, ছোট ছোট চরিত্রে যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা দারুণ করেছেন। আর অতি অবশ্যই উল্লেখ করতে হবে বিজয় ভার্মার কথা। বৈমানিকের চরিত্রে তরুণ এই অভিনেতা ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন।

দর্শক-সমালোচকের প্রশংসা
অনেকেই সিনেমা বা সিরিজ দেখেন মুক্তির পর প্রতিক্রিয়া দেখে। যাঁরা এই দলের দর্শক, তাঁরা বলা যায় সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন। কারণ, মুক্তির পর থেকেই ‘আইসি৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ব্যাপক প্রশংসা পেয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সিরিজটিকে ৫-এ দিয়েছে ৩.৫।

‘আইসি৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজে বিজয় ভার্মা। আইএমডিবি

সিরিজটিকে ‘বিশ্বাসযোগ্য’ বলেছে গণমাধ্যমটি। এ ছাড়া ওটিটি প্লে দিয়েছে ৫-এ ৪। ‘এটা আসলে অবশ্যই দেখার মতো। ভারতে নির্মিত অন্যতম সেরা সিরিজ এটি’—মত গণমাধ্যমটির।

দারুণ নির্মাণ
গত দশ বছরে যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন পরিচালক অনুভব সিনহা। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া গেছে ‘মুলক’, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পড়’, ‘ভিড়’-এর মতো প্রশংসিত সিনেমা। এবার ওটিটিতেও বাজিমাত করলেন তিনি। পুরো সিরিজে যেভাবে নিজের ছাপ রেখেছেন, সেটা প্রশংসার যোগ্য। প্রায় ২৫ বছর আগে ঘটে যাওয়া বিমান ছিনতাইয়ের মতো ঘটনা নিয়ে সিরিজ বানানো সহজ নয়। কিন্তু অনুভব সেই চ্যালেঞ্জও ভালোভাবেই উতরে গেছেন।