‘অন্ধকারের গান’ –এর দৃশ্য। ভিডিও থেকে
‘অন্ধকারের গান’ –এর দৃশ্য। ভিডিও থেকে

‘ক্ষমতাবানদের সঙ্গে বন্ধুত্ব যেমন মিঠা, শত্রুতা অনেক বেশি তিতা’

গত কয়েক বছরে টিভি বা ওটিটি, নির্মাতা ভিকি জাহেদের কাজ আলোচিত হয়েছে। রহস্য, থ্রিলার বা সায়েন্স ফিকশন দেশি মসলায় হাজির করেছেন তিনি। এবার তিনি নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।

‘অন্ধকারের গান’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে রহস্যের আভাস দিয়েছেন ভিকি। এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আবুল হায়াত, মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শাহনাজ সুমি। ট্রেলার আবর্তিত হয়েছে মোশাররফ অভিনীত চরিত্রটিকে ঘিরেই।

ট্রেলারের শুরুতে দেখা যায়, তিনি বাড়িতে টাকা পাঠাচ্ছেন মায়ের কাছে। কিন্তু তাঁর টাকা কি ঠিকঠাক পৌঁছাচ্ছে? পরে একে একে দৃশ্যপটে হাজির হন আবুল হায়াত, জাকিয়া বারী মম, শাহনাজ সুমিরা।

‘অন্ধকারের গান’ –এর দৃশ্য। ভিডিও থেকে

কোনো চরিত্রকে ট্রেলারে পুরোপুরি উন্মোচিত করা হয়নি, কোনটি নেতিবাচক আর কোনটি নয়, সেটা আলাদা করা যায় না; নির্মাতা যেন তাঁদের ছেড়ে দিয়েছেন এক ধূসর দুনিয়ায়, যাঁরা পুরোপুরি সাদা বা পুরোপুরি কালো নয়।

এর আগে হইচইয়ের সিরিজ ‘মোবারকনামা’য় একসঙ্গে দেখা গিয়েছিল মোশাররফ ও শাহনাজ সুমিকে, এই ওয়েব ফিল্ম দিয়ে আবারও তাঁদের পর্দায় পাওয়া যাবে।

‘অন্ধকারের গান’ –এর দৃশ্য। ভিডিও থেকে

অন্যদিকে আরেক আলোচিত সিরিজ ‘মহানগর’-এ ছিলেন মম ও মোশাররফ।

ট্রেলারে রহস্যের আভাস যেমন রেখেছেন নির্মাতা, তেমনই রেখেছেন দুর্দান্ত ভিজ্যুয়াল। সঙ্গে ছিল ক্ষুরধার সংলাপ।

‘অন্ধকারের গান’ –এর দৃশ্য। ভিডিও থেকে

ট্রেলার চলার সময় ভয়েস ওভারে বলতে শোনা যায়, ‘ঢাকা শহরের প্যাট বিশাল বড়, একবার কাউরে গিল্ল্যা ফেললে তারে আর খুঁইজা পাওয়া যায় না।’

আরেকটি জায়গায় বলা হয়, ‘ক্ষমতাবানদের সঙ্গে বন্ধুত্ব যেমন মিঠা, শত্রুতা তার চেয়ে অনেক বেশি তিতা’। বিঞ্জের ফেসবুক পেজে জানানো হয়েছে, শিগগিরই এ ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ জানানো হবে।