কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘আই অ্যাম নট আ রোবট’ সিরিজের একটি দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

আই অ্যাম নট আ রোবট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির ২৫ থেকে ২৮ পর্ব। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ার সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখছেন দর্শক। সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সু বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এ কনটেন্টের মূল আকর্ষণ।

‘কার্তিকিয়া টু’–র একটি দৃশ্য

কার্তিকিয়া ২
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৫ অক্টোবর
গত ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অল্প বাজেটের তেলেগু ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। প্রথম পাঁচ দিনে হিন্দি ও তেলেগু সংস্করণ মুক্তির তৃতীয় সপ্তাহে আয় ১০০ কোটি রুপি। এবার ওটিটিতে মুক্তি পেয়েছে ছবিটি। চান্দু মোনদেতি পরিচালিত ছবিটি পরিচালকের ২০১৪ সালে তৈরি কার্তিকিয়ার সিকুয়েল। অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ, অনুপমা প্রেমামেশ্বরন ও অনুপম খের।

‘মাজা মা’র পোস্টারে মাধুরী

মাজা মা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৬ অক্টোবর
রান্না ও নাচের জন্য খ্যাত এক মাঝবয়সী গৃহবধূর গল্প। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, তখন তার একটি ভিডিও ভাইরাল হয়। ফল—ছেলের বাগদান ভেঙে যায়, তৈরি হয় নানা জটিলতা। আনন্দ তিওয়ারি পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত।

‘হাউস অব দ্ড্রগন’-এর একটি দৃশ্য

হাউস অব দ্য ড্রাগন (প্রথম মৌসুম)
ধরন: সিজন
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
গেম অব থ্রোনস-এর প্রিকুয়েল। ২১ আগস্ট শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত সিরিজটি। ৯ অক্টোবর দেখা যাবে অষ্টম পর্ব। সিরিজটি তৈরি হয়েছে গেম অব থ্রোনস-এর ২০০ বছর আগের প্রেক্ষাপটে। আগেরটির মতো এই সিরিজেরও পটভূমি সেই ওয়েস্টরস। গল্পের মূলে ক্ষমতার লড়াই। অভিনয় করেছেন প্যাডি কনসিডিন, অলিভিয়া কুক, ম্যাট স্মিথ, এমা ডারসি প্রমুখ।

মালয়ালম এই থ্রিলার ছবি সরাসরি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে

ইশো
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ৫ অক্টোবর
মালয়ালম এই থ্রিলার ছবি সরাসরি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এক নৈশপ্রহরীকে নিয়ে গল্প, যে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়সূর্য। এ ছাড়া আছেন জাফর ইদুক্কি, নমিতা প্রমোদ।

‘অরু থেক্কান থাল্লু কেস’–এর একটি দৃশ্য

অরু থেক্কান থাল্লু কেস
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৬ অক্টোবর
১৯৮০ দশকের কেরালার উপকূলীয় অঞ্চলের শ্রীজিথ এন পরিচালিত ছবিটি তৈরি হয়েছে জি আর ইন্দু গোপানের ছোটগল্প অবলম্বনে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজু মেনন।