প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
মিতিন মাসি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আড্ডা টাইমস
দিনক্ষণ: চলমান
সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’ সিরিজের উপন্যাস ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে ছবিটি তৈরি করেছেন অরিন্দম শীল। প্রেক্ষাগৃহের পর ছবিটি এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। ছবিতে মিতিন মাসির চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। এ ছাড়া এতে দেখা যাবে বিনয় পাঠক, জুন মালিয়াকে।
সিটাডেল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ডেভিড উইলের বহুল প্রতীক্ষিত সিরিজ। এটির নির্বাহী প্রযোজক অ্যাকশন সিনেমার জন্য সুপরিচিত রুশো ভ্রাতৃদ্বয়।
গতকাল মুক্তি পেয়েছে সিরিজের প্রথম দুই পর্ব। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারটির প্রধান দুই চরিত্রে দেখা যাবে রিচার্ড ম্যাডেন ও প্রিয়াঙ্কা চোপড়াকে। ব্যয়বহুল এই সিরিজটির শুটিং হয়েছে যুক্তরাজ্য ও স্লোভেনিয়ার বিভিন্ন লোকেশনে।
দশোরা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
গত ৩০ মার্চ মুক্তির পর বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে তেলেগু সিনেমাটি। নানি অভিনীত ছবিটি গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ওটিটিতে।
শ্রীকান্ত ওডেলা পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, টম চ্যাকো প্রমুখ।
মিডনাইট ইন দ্য সুইচগ্রাস
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: ২৮ এপ্রিল
ক্রাইম থ্রিলার ছবিটি দিয়েই পরিচালনায় অভিষেক হয় র্যানড্যাল এমিটের। ছবিটিতে অভিনয় করেছেন ব্রুস উইলিস, মেগান ফক্স।
ছবির গল্প এক ক্রমিক খুনিকে নিয়ে, যাকে ধরতে মরিয়া দুই এফবিআই এজেন্ট। কিন্তু তারা ভাবতেই পারেনি সামনে কী বিপদ অপেক্ষা করে আছে।
মাটিলডাস: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৮ এপ্রিল
অস্ট্রেলিয়ার নারী ফুটবল দলকে বলা হয় মাটিলডা। চলতি বছরের জুলাই-আগস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ।
প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার নারী ফুটবল দলের প্রস্তুতি নিয়ে তথ্যচিত্র।
নভোল্যান্ড: ইগল ফ্ল্যাগ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এমএক্স প্লেয়ার
দিনক্ষণ: চলমান
২৬ এপ্রিল মুক্তি পেয়েছে চীনা সিরিজটি। জিয়াং নানের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ফ্যান্টাসি সিরিজটি।
গুরুত্বপূর্ণ তিন চরিত্রে অভিনয় করেছেন লিউ হাওরান, সং জুয়ের, ছেন রুক্সুয়ান।